ব্রণ থেকে রক্ষা পেতে

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
আমাদের ত্বকে রয়েছে তেলগ্রন্থি, যার মধ্যে অন্যতম হলো সেবেশাস। এটি থেকে নিঃসৃত হয় সেবাম। এ সেবাম ত্বকের ছোট ছোট ছিদ্রের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। কোনো কারণে এ ছিদ্রপথ বন্ধ হয়ে গেলে ত্বকের ওপর ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। এটাই হলো ব্রণ। গরমে ধুলাবালি, ঘাম, ময়লা জমে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। তখনই ব্রণ হয়। ব্রণ থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে বেশি জরুরি সঠিকভাবে ত্বক পরিষ্কার করা। দিনে যতবার সময় পাবেন ততবারই মুখে পানির ঝাপটা দিন। চুলের খুশকি থেকেও ব্রণ বাড়তে পারে। তাই চুল খুশকিমুক্ত রাখতে চেষ্টা করুন। যাদের ত্বকে এরই মধ্যে ব্রণ উঠে গেছে, তারা কৃত্রিম উপাদানে তৈরি প্রসাধনী ব্যবহার বন্ধ করে দিন। প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। কিছু উপায় রয়েছে এ থেকে মুক্তির জন্য- বেসন, শসার রস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। লবঙ্গ ও মেথি পেস্ট করে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণ কমে যাবে।