হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে অবিশ্বাস্য ফিচার, কাউকে ভুল মেসেজ পাঠিয়ে আর পস্তাবেন না কিন্তু সব ডিলিট হয়ে যাওয়া মেসেজই যে নোটিফিকেশন লগে দেখা যাবে তা নয়

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ছবি ঘোষ
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ বলে একটি ফিচার যুক্ত হয়েছে। কাউকে ভুল করে কোনো মেসেজ পাঠিয়ে ফেললে, সাত মিনিটের মধ্যে ডিলিট করে দেয়া যাবে সেই মেসেজ। কিন্তু সত্যিই কি ডিলিট করা মেসেজ সম্পূণর্ভাবে মিলিয়ে যায় আপনার ফোন থেকে? সবর্ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ অ্যানড্রয়েড বøগ ‘অ্যানড্রয়েড জেফে’ জানিয়েছে, আপনার স্মাটের্ফানের নোটিফিকেশন লগেই থেকে যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো। অথার্ৎ রেসিপিয়েন্ট বা যার কাছে মেসেজটি এসেছে, তিনি সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ আবার দেখতে পাবেন। অ্যানড্রয়েড সিস্টেমের নোটিফিকশেন রেজিস্টারেই থাকবে এই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো। নোটিফিকেশন রেজিস্টার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো দেখবেন কীভাবে? ক্স গুগল প্লে থেকে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে নোটিফিকেশন রেজিস্টার। ক্স এই অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যানড্রয়েড নোটিফিকেশন লগ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখা যাবে। যদি আপনার ফোনে ‘নোভা লঞ্চার’-এর মতো থাডর্ পাটির্ লঞ্চার থাকে, তা হলে এই পদ্ধতি আরও সুবিধাজনক হবে। ক্স এ ছাড়া কোনো অ্যাডিশনাল অ্যাপ ইনস্টল না করেও দেখা যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজ। হোম স্ক্রিনে লং প্রেস করুন। এরপরে উইডগেটস>অ্যাক্টিভিটিস>সেটিংস> নোটিফিকেশন লগ। এভাবেই নোটিফিকেশন লগ দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপে অবিশ্বাস্য ফিচার, কাউকে ভুল মেসেজ পাঠিয়ে আর পস্তাবেন না কিন্তু সব ডিলিট হয়ে যাওয়া মেসেজই যে নোটিফিকেশন লগে দেখা যাবে তা নয়। এই সবর্ভারতীয় সংবাদমাধ্যমটি পুরো পদ্ধতিটিই পরীক্ষা করে দেখতে পায়, যে হোয়াটসঅ্যাপ মেসেজটির নোটিফিকেশন আপনার কাছে আসে সেইগুলোই কেবল থেকে যায়। ধরুন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, অথার্ৎ ইনস্ট্যান্ট অন্য প্রান্ত থেকে মেসেজ আসছে। সে ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসে না। সেই মেসেজ যদি ডিলিট করে দেয়া হয়, তা আর আপনি খুঁজে পাবেন না নোটিফিকেশন লগে। এ ছাড়া স্মাটের্ফানটি যদি অফ করে দেয়া হয়, তাহলে নোটিফিকেশন রেজিস্টার সম্পূণর্ভাবে ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, যে মেসেজটি ডিলিট হয়েছে তার প্রথম ১০০টি অক্ষরই শুধু দেখা যাবে। তবে এই ফিচারটি শুধু অ্যানড্রয়েড ৭.০ স্মাটের্ফানেই রয়েছে।