হুয়াওয়ের চশমায় গোপন স্পিকার

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
হুয়াওয়ে নিয়ে এলো সর্বশেষ গ্যাজেট এক্স জেন্টাল মনস্টার আইওয়্যার২ স্মার্ট চশমা। চশমার বাহুতে লুকানো আছে স্পিকার। এটি চালুতে দুবার ট্যাপ করতে হবে, যা কানেক্ট করবে আপনার হ্যান্ড সেটটিকে। শুনবে আপনার মুখে বলা দিকনির্দেশনাও। যেমন- আপনি চশমার বাহুতে দুবার ট্যাপ করে স্পিকার চালু করলেন। যদি সকালে হয় তাহলে আপনাকে গুড মর্নিং জানাবে। এরপর আপনি গান শুনতে চাইলে মুখে বলবেন ফোনে কানেক্ট হয়ে গান শোনাবে। এরপর আপনি অন্য কোনো গান শুনতে চাইলে একইভাবে সেটি শোনাবে। এবার আপনি যদি অন্য কোনো ফাংশনে যেতে চান সে আপনা-আপনি নির্দেশনা পালন করবে। হুয়াওয়ে বলছে, স্পিকারটিকে বাইরে থেকে দেখার সুযোগ নেই। ওটাকে অন্যকিছু মনে হতে পারে। ডিভাইসটি বাইরের শব্দ প্রতিরোধ করে, ফলে খুবই স্পষ্ট শব্দ শোনা যাবে এবং বাইরের কোনো শব্দ আপনি শুনবেন না। এ ছাড়া নতুন আপগ্রেড হওয়া স্মার্ট চশমা ব্যক্তিগত সহায়কের ভূমিকা পালন করবে। ফোনে কল আসলে মুখে বলামাত্র স্পিকারের মাধ্যমে কল রিসিভ বা রিজেক্ট হবে এবং আপনি কথা বললেও ভয়েসের অন্য প্রান্তের কথা আশপাশের কেউ শুনতে পাবে না। মিররের তথ্যমতে, স্মার্ট চশমার অন্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে শুভেচ্ছা বার্তা। যেমন- গুড মর্নিং, গুড আফটারনুন, ?গুড ইভিনিং ইত্যাদি। হুয়াওয়ে বলছে, একবার চার্জ দিয়ে টানা ৫ ঘণ্টা গান শোনা যাবে। ১ নভেম্বর বাজারে আসা স্মার্ট সানগস্নাসের দাম পড়বে প্রায় সাড়ে ২৬ হাজার টাকা।