শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৬তম বর্ষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

২৬তম বছরে পা রাখল সবচেয়ে জনপ্রিয় গ্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ জাভাস্ক্রিপ্ট। বর্তমান সময়েও ব্রাউজার কিংবা ওয়েব অ্যাপিস্নকেশন কল্পনাও করা যায় না জাভাস্ক্রিপ্ট ছাড়া।

আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর মাল্টি প্যারাডিজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হয় সান সাইক্রোসিস্টেমসের ব্যানারে।

২৫ বছর আগে চালু হওয়া জাভাস্ক্রিপ্টের ব্যাপকভাবে মানোন্নয়ন হয় ২০০৮ সাল থেকে ওরাকলের মাধ্যমে। যখন ওরাকলকে কিনে নেয় সান মাইক্রোসিস্টেমস।

একটা পর্যায়ে এসে মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপেস্নারার যে স্ক্রিপ্টে করা হয় জাভাস্ক্রিপ্টই তার মূল ভিত্তি। বেশির ভাগ ওয়েবসাইট, ওয়েব অ্যাপিস্নকেশন ও প্রায় সব ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে।

ব্রেনডান ইচ হলেন জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইনার। যিনি সহপ্রতিষ্ঠাতা ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান মজিলার। বর্তমানে প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন ব্রেভের। ব্রেভ গুগলের ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারের একটি।

১৯৯৫ সালে ফিচারসমৃদ্ধ ফ্রেমওয়ার্ক মচার ইউনিক্স সংস্করণ তৈরি করেন ব্রেনডান। যার সূত্র ধরেই তৈরি হয় জাভাস্ক্রিপ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে