বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন কেটে কারখানা স্থাপনের অনুমতি পেল টেসলা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২১, ০০:০০

জার্মানির বার্লিনের এক সীমান্তবর্তী এলাকায় কারখানা নির্মাণের উদ্যোগ নেয় ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যে অঞ্চলের পুরো এলাকাজুড়ে রয়েছে বনভূমি। বনের গাছপালা কেটে কারখানা নির্মাণে বাধা দেয় পরিবেশবাদীরা। বন উজাড় ঠেকাতে যান আদালতে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্দোলনের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী অঞ্চলের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখেন সেখানকার আদালত। তবে সীমান্তবর্তী এলাকা ছাড়া বাকি অঞ্চলে নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিক কারণ নেই বলেছে আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পরিবেশবাদীদের বাধার মুখে কিছুদিন স্থগিত ছিল কারখানা স্থাপনের কাজ। আদালতের অনুমতি পাওয়ায় আংশিক বন কেটে কারখানা নির্মাণ করতে আর কোনো বাধা রইল না। তবে এ সময়টিতে পুরো বিষয় খতিয়ে দেখবে আদালত।

তবে কোনোভাবেই সীমান্তবর্তী বনাঞ্চল উজাড় করে কারখানা নির্মাণের উদ্যোগ নিলে টেসলাকে পড়তে হতে পারে আইনগত জটিলতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে