২০২০ সালের সেরা সব ক্যামেরা

হাতে হাতে ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোন থাকলে তা এখনো ক্যামেরার বিকল্প হয়ে ওঠেনি। বিশেষত প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে। প্রফেশনাল ফটোগ্রাফাররা এখনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। চলতি বছর করোনা পরিবেশে প্রায় এক বছর ঘরে বসে আছেন অনেকেই। অনেকেই চাকরি হারিয়েছেন। এই সময় বস্নগিংকে সঙ্গী করেছেন অনেকেই। আর একটা ভালো বস্নগের সঙ্গে একটি ভালো ছবি দিলে তা হয়ে উঠতে পারে মনোলোভা। সেজন্য চাই একটি ভালো ক্যামেরা।

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্যানন ইওএস ৯০ডি : ২০১৯ সালে এই ক্যামেরা লঞ্চ করেছিল ক্যানন। ১৮-১৩৫ মিমি কিট লেন্সসহ এ ক্যামেরার দাম ১ লাখ ২৩ হাজার ৫১৮ টাকা। লেন্স ছাড়া দাম ১ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা। এ ক্যামেরায় রয়েছে ডিজিক ৮ প্রসেসর, ডুয়াল পিক্সেল অটোফোকাস ও টাচস্ক্রিন ডিসপেস্ন। থাকছে ৪কে ভিডিও রেকর্ডিং। নিকন ডি৭৫০০ : এই ক্যামেরাতেও ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। থাকছে ২০.৯ মেগাপিক্সেল এপিএসসি সেন্সর। ১৮-১৪০ মিমি কিট লেন্সসহ এ ক্যামেরার দাম ৮৯ হাজার টাকা। ক্যানন ইওএস ১৩০০ডি : ক্যামেরার দুনিয়ায় নতুন হলে আপনার জন্য আদর্শ এই ক্যামেরা। এ ক্যামেরার দাম ২৬ হাজার ৯৯৫ টাকা। থাকছে ১৮ মেগাপিক্সেল ডিজিক ৪ পস্নাস ক্যামেরা। নিকন ডি৫ : ২০১৬ সালে এ ক্যামেরা লঞ্চ হয়েছিল। থাকছে ২০.৮ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর ও একটি ১৮০কে-পিক্সেল আরজিবি সেন্সর। এ ক্যামেরার দাম ৪ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। নিকন ডি৭৫০ : এ ক্যামেরায় রয়েছে ২৪.৩ মেগাপিক্সেল সেন্সর। এ ক্যামেরায় হাই কোয়ালিটি ছবি তোলা যাবে। থাকছে ৬০এফপিএস ১০৮০পি ভিডিও রেকর্ডিং। ক্যানন ইওএস ২৫০ডি : ২০১৯ সালে এ ক্যামেরা লঞ্চ হয়েছিল। থাকছে ২৪.১ মেগাপিক্সেল ক্যামেরা। এ ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। থাকছে ডুয়াল পিক্সেল অটোফোকাস। সনি এ৬৮ : এ ক্যামেরায় ২৪.২ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর থাকছে। ২০২০ সালের অন্যতম সেরা ক্যামেরা এটাই। ক্যানন ইওএস ৭৫০ডি : এ ক্যামেরায় থাকছে ২৪.২ মেগাপিক্সেল সেন্সর। দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা। থাকছে ডিজিক ৬ ইমেজ প্রসেসর। নিকন ডি৫৬০০ : এ ক্যামেরার দাম ৫৩ হাজার ৯৯৯ টাকা। থাকছে ২৪.২ মেগাপিক্সেল সেন্সর আর এক্সস্পিড ৪ ইমেজ প্রসেসর। ক্যানন ইওএস রেবেল টি৭আই : এ ক্যামেরায় ৪৫টি ক্রস টাইপ অটোফোকাস পয়েন্ট রয়েছে। থাকছে একটি ২৪.২ মেগাপিক্সেল সেন্সর।