বিমানের চেয়েও দ্রম্নত ছুটবে ট্রেন!

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের সবচেয়ে দ্রম্নতগতির ট্রেন বানানোর দাবি করেছে দক্ষিণ কোরিয়া। যে ট্রেনটি ঘণ্টায় পাড়ি দেবে ১ হাজার কিলোমিটার পথ। যাত্রীবাহী বিমানের চেয়েও দ্রম্নতগতি সম্পন্ন ট্রেন বানিয়েছে দেশটির দি কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউট। ট্রেনটি চলবে সুপারসনিক স্পিডে। এক ঘণ্টায় পাড়ি দেবে হাজার কিলোমিটার পথ। অর্থাৎ যাত্রীবাহী বিমানের থেকেও দ্রম্নত ছুটতে পারবে এই বিশেষ ট্রেন। হাইপার টিউব ট্রেনটি দক্ষিণ কোরিয়ায় হাইপারলুপ ট্রেনের নতুন সংস্করণ। আর এ হাইপারলুপ প্রজেক্টের কাজ ২০১৭ সাল থেকে করে আসছে দেশটি। প্রথমবারের মতো এই ট্রেনের সফল পরীক্ষা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরের মে মাসে। সেসময় যদিও ঘণ্টায় ৭১৪ কিলোমিটার বেগে ছুটেছিল ট্রেনটি। তবে প্রস্তুতকারক সংস্থা দাবি করছে যে, ত্রম্নটিমুক্ত করায় এর গতি আগের চেয়ে বেশি হবে। আগামী ২০২২ থেকে ২০২৪-এর মধ্যে এই ট্রেন যাত্রী সেবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে দি কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউট।