মঙ্গলগ্রহে বসবাসের জন্য মানুষ পাঠাবে নাসা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

সোরিয়া রওনক
২০৩০ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে মঙ্গলগ্রহে বসবাসের জন্য মানুষ পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এজন্য মঙ্গলগ্রহে মানুষ্যবাহী বিশেষ মহাকাশযান 'ওরিয়ন' নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। নাসা পরিকল্পনা করছে এ মহাকাশযানটিই কোনো একদিন মানুষকে মঙ্গলে নিয়ে যেতে পারবে। স্পেস লঞ্চ সিস্টেমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বঙ রকেটের সাহায্যে এটিকে মঙ্গল অভিযানে পাঠাবে নাসা। এই মহাকাশযানটিতে সহজ তিনটি স্ক্রিন সেটআপ করা হয়েছে যা প্রায় ২,০০০ সুইচ এবং নিয়ন্ত্রণ স্পেস শাটলের একটি ভালো বিকল্প হিসেবে পরিকল্পিত এবং এতে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলোর উপস্থিতি রয়েছে। স্পেস এজেন্সিটি কয়েক ধাপে 'ওরিয়ন'-এর নকশা প্রণয়ন করেছে শুধু এটা দেখার জন্য যে, মহাকাশচারীরা এটি ব্যবহার করতে পারেন কিনা, ব্যর্থতার দৃশ্যকল্পের মতো অ্যাপোলো ১৩-এর ক্ষমতার সঙ্গে মানিয়ে নিতে পারেন কিনা। জেফ ফক্স বলেন, 'আমাদের এই নকশা প্রণয়নের ক্ষেত্রে প্রধান যে বিষয়গুলো বিবেচ্য ছিল তা হলো ক্রু এবং মিশন কন্ট্রোলারের মধ্যে প্রথম যোগাযোগের সময় কি ঘটে তা দেখা। 'আমরা দেখতে চাইছি কীভাবে ক্রু ইন্টারফেস সিস্টেম যা আমরা নির্মাণ করছি তা কীভাবে ভূমিতেই আমাদের গবেষক দলের সঙ্গে আচরণ করে। 'ওরিয়ন'-এ একটি অত্যাধুনিক ডিসপেস্ন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এছাড়া এটিতে পৃথিবী থেকে দূরে দীর্ঘ মিশনের ক্ষেত্রে ক্রুদের সাহায্য করার জন্য উন্নত একটি সফটওয়্যার থাকবে যেন ওইখানে তারা পৃথিবীর নিকট কক্ষপথের চেয়ে আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। নাসার নতুন মহাকাশযানটিতে সফটওয়্যার থাকবে যাতে ক্রুরা মাত্র তিনটি প্রদর্শিত স্ক্রিনকে ব্যবহার করে বেশির ভাগ সময় যে কোনো পরিস্থিতিতে এ যানটিকে চালনা করতে পারে। নাসার হিউম্যান ফেক্টর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাইফা মুসা বলেন, 'আমরা একটি সম্পূর্ণ নতুন সফটওয়্যার মডেল নিয়ে কাজ করেছি যা একটি মিশনের সময় ঘটা কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বা মিশনটি ব্যর্থ হলে এবং এর বার্তা ফ্লাইট কনট্রোলারের জন্য প্রদর্শনের ক্ষেত্রে করা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।' পরীক্ষামূলক চালনায় দুই মহাকাশচারী এবং বিভিন্ন ফ্লাইট কন্ট্রোলাররা সম্পৃক্ত ছিল যার মধ্যে ছিলেন একজন ফ্লাইট পরিচালক, ক্যাপসুল বা ক্যাপকম ক্রুর সঙ্গে যোগাযোগ করার সহকারীরা, বৈদু্যতিক কন্ট্রোলাররা যারা বিদু্যৎব্যবস্থা নিয়ন্ত্রণ করেন এবং পরিবেশগত নিয়ন্ত্রণ এবং লাইফ সাপোর্ট উপাদান পরিচালনায় জড়িতরা।