শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
করোনা প্রতিরোধে

মাইক্রোফোনযুক্ত অত্যাধুনিক মাস্ক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২১, ০০:০০

গেমিং কোম্পানি রেজার তৈরি করেছে বিল্ট ইন মাইক্রোফোনসহ একটি অত্যাধুনিক মাস্ক। যার উপরিভাগ স্বচ্ছ হওয়ায় মাস্কে ঢাকা থাকলেও দেখা যাবে পুরো চেহারা।

ফলে মাইক্রোফোনের পাশাপাশি ঠোঁট নাড়ানো দেখে সহজেই বোঝা যাবে কে কি বলছে। এতে থাকবে অ্যাক্টিভ ভেল্টিলেশন সুবিধাও। তবে মজার ব্যাপার হচ্ছে, এতে থাকবে লো লাইট মোড অর্থাৎ রাতের বেলা লাইট জ্বলবে মাস্কের মধ্যেই।

সিলিকন ফিটিং থাকায় মুখে বারবার হাত দেওয়া যাবে না। তবে এন৯৫ সমগোত্রীয় মাস্কটি এখনই বাজারে আসছে না। কেননা, প্রতিষ্ঠানটি ভেল্টিলেটরের স্থায়িত্ব ও ফিল্টার বদলানোর ব্যাপারে আরও গবেষণা করবে। সাধারণ ব্যবহারকারীরা মাস্কটি কিনতে আগ্রহী হবে কিনা সেটাও খুব নিবিড়ভাবে যাচাই করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অনলাইনে চলা ইলেকট্রনিক কনজিউমার শোতে (সিইএস) মাস্কটি প্রদর্শন করে গেমিং কোম্পানি রেজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে