সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
মোবাইলে বাংলায় এসএমএস বাধ্যতামূলক হচ্ছে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক মোবাইলের গ্রাহকদের কাছে টেলিকম কোম্পানিগুলো থেকে পাঠানো এসএমএস বাংলায় দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, টেলিকম কোম্পানি গ্রাহকদের কাছে যে তথ্যই প্রকাশ করুক না কেন, সেই তথ্য বাংলা ভাষায় হবে এবং বাংলা হরফে লিখতে হবে। মোবাইল ফোনেও বাংলা সফটওয়্যার থাকতে হবে। এ ব্যাপারে আমরা কঠোর। অনেকের ভুল ধারণা আছে যে বাংলায় হয়তো কাজ করা যায় না। বাংলা এখন এমন ভাষা, যা প্রযুক্তিতে ব্যবহার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা মোবাইল ডেস্কটপ কিংবা ল্যাপটপ হোক আপনি বাংলা ভাষা প্রয়োগ করতে পারেন। নাসার অনারেবল ম্যানশনে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল 'বুয়েট জেনিথ' নাসার 'স্পেস অ্যাপস প্রতিযোগিতা ২০২০'-এ অনারেবল মেনশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে দলটির নাম প্রকাশ করে। বিশ্বের ১৫০ দেশের ৩৮০০ প্রজেক্টের মধ্যে বিশেষ এই খেতাব অর্জন করে 'বুয়েট জেনিথ'। দলটির সদস্যরা হলেন ফাবিয়া তাসনীম, মেহরাব হক, তামিমুল এহসান, রাব্বি যাহিন, জিহাদুল করিম, হাসান মাসুম। মেহরাব হক জানান, নাসার তথ্য ব্যবহার করে তারা সোশ্যাল পস্নাটফর্মের মাধ্যমে মানুষের সঙ্গে স্যাটেলাইটের সংযোগ বৃদ্ধির কাজ করেছেন। মহাকাশে কোন স্যাটেলাইট কোথায় অবস্থান করছে এসব তথ্য সংগ্রহ করে সবার কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রকল্পের মূল কাজ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ। আয়োজক হিসেবে দেশের ৯টি শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০ বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে বেসিস। বাংলাদেশের ষষ্ঠ আসরের বিজয়ী ও রানার্স আপ দলের ১৭টি প্রজেক্ট নাসায় জমা দেয় বেসিস। চূড়ান্ত পর্বে ঢাকা জেলার টিম 'বুয়েট জেনিথ' এবং বরিশাল জেলার টিম 'ভ্যাকপিকার' গেস্নাবাল ফাইনালিস্ট ৪০ টিমের ভিতর জায়গা করে নেয়। এর আগে নাসা থেকে ২০১৮ সালে বেস্ট ডেটা ইউজার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গুগল ম্যাপে দেখা যাবে করোনার টিকাদান কেন্দ্র বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক প্রযুক্তি জায়ান্ট কোম্পানি গুগলের ম্যাপে শিগগির কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের অবস্থান দেখানো শুরু করবে। সেই সঙ্গে ম্যাপের মধ্যেই থাকবে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন তথ্য। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা এ সুবিধাটি পাবেন। এরপর অন্যান্য দেশেও ম্যাপ ব্যবহারকারীরা সেবাটি পেতে শুরু করবে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়, বছরের শুরু থেকে গত কিছুদিন 'নিকটস্থ টিকা' খোঁজার হার বেড়েছে পাঁচ গুণ। মানুষের সে চাহিদার ভিত্তিতে গুগল ম্যাপ ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী টিকা কেন্দ্রের তথ্য দেখানো শুরু করা হচ্ছে। নতুন ফিচারের মাধ্যমে ম্যাপে খুঁজলে নিকটস্থ টিকা কেন্দ্র তো দেখাবেই, সঙ্গে প্রাসঙ্গিক তথ্যও দেখাবে। অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা, টিকা সবাইকে দেওয়া হবে কিনা বা 'ড্রাইভ-থ্রম্ন' অর্থাৎ গাড়ি চালিয়ে গিয়ে টিকা গ্রহণ করা যাবে কিনা এসব তথ্যও থাকবে বলে জানায় গুগল। গুগল জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য পেতে তারা স্থানীয় সরকার এবং ওষুধ বিক্রয় প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছাতে তার প্রতিষ্ঠান জনস্বাস্থ্যবিষয়ক তথ্য প্রচারে সিডিসি ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য অলাভজনক সংস্থাকে ১০ কোটি ডলার দান করেছে।