সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
এখন গান শোনা যাবে চশমাতেই বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক প্রযুক্তির জগতে প্রতিনিয়তই এমন চমক আসছে, যা হয়তো বছর পাঁচেক আগেও কল্পনা করতে পারত না। স্মার্টফোনের পর বাজারে আসতে চলেছে স্মার্ট চশমা। অ্যাপল, স্যামস্যাং, অপ্পোর মতো সংস্থাগুলো ইতিমধ্যে স্মার্ট চশমা তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় এআর (অঁমসবহঃবফ জবধষরঃু) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গস্নাস তৈরির কাজ শুরু করল চীনা সংস্থা শাওমি। এই চশমা ভার্চুয়াল তথ্য দেবে। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা এবং দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। এছাড়া হোডফোন ছাড়াই এ চশমায় গান শোনা যাবে। শাওমি তাদের স্মার্ট চশমায় ফটোথেরাপি ফিচার যুক্ত করবে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দু'রকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে। চালকবিহীন গাড়ি নামছে চীনের রাস্তায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক চীনের রাস্তায় নামছে চালকবিহীন গাড়ি। এখন চাইলেই ঢাকা যাবে চালকবিহীন এই রোবোট্যাক্সি। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর 'অটোএক্স' নিয়ে এসেছে চালকবিহীন এ পরিবহণ সেবা। চীনের শেনজেন অঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে পাইলট কর্মসূচি। আর এ কর্মসূচিতে যোগ দিতে হলে আগ্রহীদের প্রথমে সাইন আপ করে নিতে। এরপর সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করে নেওয়া যাবে এই সেবা। চালকবিহীন গাড়িটি মূলত পরিবর্তিত 'ক্রাইসলার প্যাসিফিয়া'। ব্যবহারকারীর সামনে কোনো চালক ছাড়াই এসে হাজির হবে গাড়িটি। তারপর তাকে নিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। অটোএক্স এক ডেমো ভিডিওতে দেখিয়েছে, তাদের চালকবিহীন গাড়ি কীভাবে রাস্তায় চলে এবং ট্রাফিক সিগনাল মেনে চলে। চালকবিহীন গাড়িটি আশপাশের পরিবেশ বুঝতে 'লাইডার', 'রেডার' এবং 'বস্নাইন্ড স্পট সেনসিং' প্রযুক্তির সমন্বয় ব্যবহার করে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি গোটা বিশ্বে এখনো দুর্লভ। এ ধরনের গাড়ি রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে পরিশোধিত প্রযুক্তি ও আপডেটেড নীতিমালার সমন্বয়ের প্রয়োজন পড়বে। ইনস্টাগ্রামে প্রফেশনাল ড্যাশবোর্ড বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন ফটোশেয়ারের পস্নাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবসায় উদ্যোক্তা এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে কাজ করছে। অ্যাপটিতে 'প্রফেশনাল ড্যাশবোর্ড' নামে নতুন ফিচারটিতে সব বিজনেস টুলস থাকছে। যারা ইনস্টাগ্রামকে পেশাগতভাবে ব্যবহার করে এবং কনটেন্ট নির্মাতা ও ব্যবসায় অ্যাকাউন্টগুলো নতুন এ ড্যাশবোর্ড দেখতে পাবে। কনটেন্ট নির্মাতারা ব্র্যান্ডেড কনটেন্ট পার্টনারশিপ ও অন্যান্য মনিটাইজেশন ফিচারের শর্টকাট পাবেন। অন্যদিকে, রেস্টুরেন্ট কিংবা দোকান মালিকরা এ ড্যাশবোর্ড থেকে তাদের বিজ্ঞাপন ট্র্যাক করা কিংবা শপিং ফিচার সেটআপ করতে পারবেন। এছাড়া ড্যাশবোর্ডে অ্যাকাউন্টের বিশ্লেষণ এবং টিউটোরিয়ালসহ প্রয়োজনীয় আর্টিকেলের লিংক থাকবে।