শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

মোবাইলের গুগল সার্চ নকশায় বদল

\হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক

টেক জায়ান্ট গুগল মোবাইলে গুগল 'সার্চ' ফলাফলের নকশায় পরিবর্তন নিয়ে আসছে। গ্রাহকদের আরও উন্নত সার্চ অভিজ্ঞতা দিতে এমন পরিবর্তন বলে সম্প্রতি

জানিয়েছে গুগল।

প্রযুক্তি সাইট দ্য ভার্জ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে মোবাইলের সার্চ ফলাফল (ফন্ট) আরও বড় ও মোটা হবে। এছাড়া ব্যবহার করা হবে নিজস্ব কিছু ফন্ট। শুধু কি তাই, পরিবর্তনের পর আগের চেয়ে বেশি জায়গাজুড়ে দেখানো

হবে সার্চের ফলাফল।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গ্রাহকের মনোযোগ ধরে রাখতে রঙেও পরিবর্তন নিয়ে আসছে গুগল। সুনির্দিষ্ট তারিখ না জানালেও গুগল জানিয়েছে খুব দ্রম্নতই নতুন এই পরিবর্তন

নিয়ে আসছে তারা।

এই পরিবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আইলিন চেং জানিয়েছেন, আরও সহজ নকশার জন্য তাদের এই পদক্ষেপ, যাতে মানুষ যা খুঁজছেন তা আরও দ্রম্নত এবং সহজে পেতে পারেন।

অনলাইন কেনাকাটায় পস্নাটফর্ম জুপার

\হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক

কেনাকাটায় স্বাচ্ছন্দ্য, মান এবং নির্ভরতার প্রতিশ্রম্নতি নিয়ে অনলাইন মার্কেট বা ই-কমার্স মার্কেট ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু

করেছে জুপার।

জুপারের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'ক্রেতাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য ন্যায্যমূল্যে দ্রম্নততম সময়ে তাদের হাতে পৌঁছে দেওয়াই জুপারের একমাত্র উদ্দেশ্য। সারাদেশে অনেক প্রতিভাবান গুণী কারিগর এবং শিল্পী আছেন, যারা সুযোগের অভাবে ব্যবসা করতে পারছেন না। জুপার তাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন তারা সরাসরি তাদের পণ্য বা শিল্পকর্ম বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে জুপারের মাধ্যমে বিক্রি করতে পারবেন।' জুপারের ওয়েবসাইট : ুঁঢ়বৎ.পড়স.নফ

গাড়ি নির্মাণশিল্পে নতুন বিপস্নব ঘটাতে চলেছে জার্মানি

\হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক

গাড়ি নির্মাণ শিল্প জার্মানির অর্থনীতির একটি প্রধান স্তম্ভ। আধুনিক গাড়ি তৈরিতে দেশটি রয়েছে বিশ্বের প্রথম সারিতে। এবার এ বৈপস্নবিক পরিবর্তন আনতে যাচ্ছে বার্লিন। চিরায়ত মোটরগাড়ির বাজার এবার রূপ নিতে যাচ্ছে বৈদু্যতিক গাড়ির বাজারে।

ধারণা করা হচ্ছে, ২০২১ সালেই দেশটিতে বৈদু্যতিক যানবাহনের উৎপাদন দশ লাখ ইউনিট ছাড়াতে চলেছে। এই সাফল্যের কারণে দেশটির সরকার বৈদু্যতিক গাড়ি নির্মাণে সহায়তার পরিমাণ বাড়াচ্ছে। সম্প্রতি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ব্যক্তিগত উদ্যোগে একটি ভিডিও তৈরি করেছেন। ওই ভিডিওতে তিনি বৈদু্যতিক গাড়ি উৎপাদনে জনগণের সমর্থন কামনা করেন। সেই সঙ্গে ২০৩০ সাল নাগাদ এসব গাড়ির জন্য ১০ লাখ চার্জিং পয়েন্ট নির্মাণেরও আশ্বাস

দিয়েছেন তিনি।

বৈদু্যতিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ৪০০ কোটি ইউরোর একটি ভর্তুকি কার্যক্রমও চালু করেছে দেশটি। এই কার্যক্রমের নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাটারিচালিত বৈদু্যতিক গাড়ি ১০ হাজার ইউরো করে ভর্তুকি পাবে। এর অর্ধেক দেবে সরকার আর বাকি অর্ধেক গাড়ি নির্মাণকারী কোম্পানি।

বৈদু্যতিক গাড়ি নির্মাণের এই বিপস্নব কেবল খরচই কমাবে না, পরিবেশ রক্ষায়ও অবদান রাখবে।

বৈদু্যতিক যানবাহনে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলকভাবে কম। এই শিল্পে চীন ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। উদাহরণ হিসেবে 'নিও' গাড়িটির কথা বলতে পারি যার ব্যাটারি মাইলেজ প্রায় এক হাজার কিলোমিটার।

গাড়ি নির্মাণ শিল্পের এই নতুন বিপস্নবে যোগ দিয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান ভক্সওয়াগনও। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০৩০ সাল নাগাদ তাদের নতুন উৎপাদনের ৪০ শতাংশই হবে বৈদু্যতিক গাড়ি। আর এই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটির আটটি কারখানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে