মেয়েদের প্রোগ্রামিং কনটেস্ট

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গালর্স ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে চেষ্টা করলে বাংলাদেশের মেয়েরা প্রোগ্রামিংয়েও বিশ্বজয় করতে পারে। দিনাজপুরে সম্প্রতি শুরু হওয়া তিন দিনে ‘গ্রেস হপার গালর্স ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট’ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। দিনাজপুর জেলা প্রশাসনের সাবির্ক সহযোগিতায় দিনাজপুর আইটি সলিউশন এবং বাংলাদেশ ওপেন সোসর্ নেটওয়াকর্ (বিডিওএসএন) এই ক্যাম্পের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর আইটি সলিউশনের প্রধান নিবার্হী কমর্কতার্ নাহিদা পারভিন। প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ডায়নামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নাম্বার থিওরি, জ্যামিতি, অ্যাডহক প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ক্যাম্পে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ জন ছাত্রী অংশ নেয়। এর আগে ২৮ থেকে ৩০ আগস্ট রাজধানীতে প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।