বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুইটারের বদলে মুরগি ছানা 'কু'

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

টুইটারের পরিবর্তে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে যাচ্ছে হলুদ রঙের একটি মুরগি ছানা। এই মুরগি ছানাকে ভারতজুড়ে জনপ্রিয় করতে উদ্যোগ নিয়েছেন ভারতীয় মন্ত্রীরা। মূলত সরকারের সঙ্গে টুইটারের বিরোধের জেরে এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

হলুদ রঙের এই মুরগি ছানাটির নাম 'কু'। এটি ভারতের নতুন মাইক্রোবস্নগিং অ্যাপ। ভারতের সরকারি বিভাগগুলো এখন টইটারের বদলে 'কু' অ্যাপ ব্যবহার করতে শুরু করেছে। টুইটার একাউন্ট ব্যবহার করে ভারতে ভুয়া তথ্য ছড়ানোর কারণেই ভারত সরকার এই অ্যাপ ব্যবহার করতে শুরু করেছে।

ভারত সরকার টুইটারের দাবি জানিয়েছিল, কিছু কিছু টুইটার একাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। সে কারণে যেন সেসব একাউন্ট বন্ধ করে দেওয়া হয়। প্রথমে দাবি মেনে নিয়ে টুইটার ওই একাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দিলেও পরবর্তীতে সেটা আবার চালু করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে