ই-কমার্স গ্রম্নপের উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সঙ্গে

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ই-কমার্স এক্সপ্রেস বাংলাদেশ একটি ই-কমার্স পাবলিক গ্রম্নপ। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। বিশেষ করে দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের পণ্য বাই ও সেল ছাড়াও ই-কমার্সের বেসিক স্কিল যাতে শক্ত হয় এমন সব বিষয় নিয়ে কাজ করে এই গ্রম্নপ। সম্প্রতি অনুষ্ঠিত হলো বই গ্রম্নপের প্রথম মিট আপ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলা ৩টায় রাজধানীর হাতিরঝিলে। ই-কমার্স এক্সপ্রেস বাংলাদেশ একটি ই-কমার্স পাবলিক গ্রম্নপ। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। বিশেষ করে দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের পণ্য বাই ও সেল ছাড়াও ই-কমার্সের বেসিক স্কিল যাতে শক্ত হয় এমন সব বিষয় নিয়ে কাজ করে এই গ্রম্নপ। বিষয়ভিত্তিক টপিক লেখা, নিজের পার্সোনাল ব্রান্ডিং করে পরিচিতি তৈরি করাসহ ই-কমার্সের খুঁটিনাটি ছাড়াও এই গ্রম্নপের মেম্বাররা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। কারণ বই গ্রম্নপের বিশেষত্ব হচ্ছে এখানে খুব বেশি নিয়মের দেয়াল নেই। আছে প্রতিটা সদস্যর অন্য সদস্যদের প্রতি আন্তরিকতা। যে কারণে সেল পোস্ট ছাড়াও প্রচুর পণ্য কেনাবেচা হয় এখানে। এই গ্রম্নপের স্স্নোগান হচ্ছে- 'আমি ভোক্তা আমিই উদ্যোক্তা' তাই সদস্যরা সবাই সবার প্রয়োজনীয় পণ্য এখান থেকেই নিয়ে থাকে। অনুষ্ঠিত মিট আপে গ্রম্নপ এডমিন আহমাদ স্বাধীন জানান যে শিগগিরই তিনি বই গ্রম্নপের সব সদস্যর জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। সেই সঙ্গে দেশের বাইরেও যেন উদ্যোক্তাদের পণ্য বিপণন হয় সে জন্য আন্তর্জাতিক মানের ওয়েবসাইটে আপলোড করা হবে সদস্যদের পণ্য। এই বিষয়ে আমেরিকা অভিবাসী আলমগীর বাবুল তার ওয়েবসাইট পস্নানেটে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া এডমিন আহমাদ স্বাধীন জানান, ধারাবাহিকভাবে সদস্যদের নিয়ে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, যা ই-কমার্সের কাজের ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে যেসব উদ্যোক্তা আলোচনায় অংশ নেন তারা হলেন- রুনা আহমাদ, হাসিনা সাঈদ, ফৌজিয়া হোসাইন, ইশরাত জাহান রিম্পি, শিল্পী, নাজমুল হাসান, জহির মুহাম্মাদ রোমান দেওয়ান, ফাতিহা সাঈদ, জান্নাতুল ফেরদৌস দীপা, সাথী প্রমুখ। আলোচনায় সবাই নিজেদের অগ্রগতি নিয়ে গ্রম্নপের প্রশংসা করেন। আলোচনা শেষে কেক কাটার মধ্যদিয়ে গ্রম্নপের অগ্রগতি উদযাপন করা হয়। সেইসঙ্গে উদ্যোক্তাদের হোমমেড ফুড দিয়ে আপ্যায়ন করা হয় উপস্থিত সবাইকে। রুনা আহমাদের হোমমেড দেশি পণ্যের কেক ও আচার, ইশরাত জাহান রিম্পির রিম্পিস ফুডের কাপ কেক ও চিকেন সমুচা, ফাতিহা সাঈদের নকশী থেকে সমুচা, শিল্পীর হোমমেড রামেন পাস্তাসহ নানা খাবার আয়োজনে তৃপ্ত হন সবাই।