বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে ইন্টারনেট নিতে চায় ভুটান

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ০৬ মার্চ ২০২১, ০০:০০

বাংলাদেশ ভুটানের পরীক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি বড় উৎস বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি। এ সময় বাংলাদেশ থেকে ভুটানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট আমদানি করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৪ ফেব্রম্নয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ভিডিও কনফারেন্সে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন ভুটানের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক বিষয়াদি নিয়ে আলোকপাত করেন।এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতিম সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধে ভুটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের প্রতি রয়েছে আমাদের

গভীর কৃতজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে