টুইটারে দেওয়া যাবে ভয়েস মেসেজ

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
মাইক্রোব্লগিং সাইট টুইটার এবার ভয়েস মেসেজ ফিচার যোগ করেছে। টুইটার ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠানো যাবে এ ফিচারের মাধ্যমে। তবে সব দেশে টুইটারে এ সেবা চালু করেনি। শুরুতে ভারত, ব্রাজিল ও জাপানের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগির অন্যান্য দেশে ভয়েস মেসেজ চালু করবে মাইক্রোব্লগিং সাইটটি। টুইটার জানিয়েছে, আমরা এ ভয়েস মেসেজের ফিচারটি আনতে পারছি ভেবে খুবই উচ্ছ্বসিত। এতে মেসেজের অভিজ্ঞতা ব্যবহারকারীদের আরও অনেক বেশি ভালো হবে। একে অপরের ইমোশন ও কথার টোন বুঝতে পারবেন তারা।