শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাসেট টেপের উদ্ভাবক লোও অটেনস আর নেই

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২০ মার্চ ২০২১, ০০:০০

অডিও ক্যাসেট টেপ ও সিডির উদ্ভাবনকারী লোও অটেনস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সম্প্রতি নেদারল্যান্ডের ব্রাবান্টের ডুইজেলে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিজ্ঞানী। ডাচ সংবাদমাধ্যম এনআরসি হ্যান্ডলসবস্নট এমন খবর দিয়েছে।

মৃতু্যর আগে তার বয়স হয়েছিল ৯৪ বছর। প্রকৌশলবিদ্যায় লেখাপড়া করা অটেনস ফিলিপসে তার চাকরিজীবন শুরু করেন। সেখানে কর্মরত অবস্থাতেই ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন ১৯৬০-এর দশকের শুরুতে। এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সবার জন্য সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন।

তৎকালীন রিল-টু-রিল টেপ আকারে অনেক বড় ছিল। লু্য ওটেন্স ছোট্ট কাঠের তৈরি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ বানিয়ে নিয়েছিলেন।

১৯৬৩ সালে ওটেন্সের সহায়তায় প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। তবে ওটেন্সের ক্যারিয়ারের কিন্তু এখানেই শেষ নয়। ফিলিপস এবং জাপানি প্রতিষ্ঠান সনিকে কমপ্যাক্ট ডিস্ক বা সিডি তৈরিতেও সাহায্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে