এক চার্জেই ১৫০ কি.মি যাবে মোটরসাইকেল

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২১, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। ফলে পালস্না দিয়ে বাড়ছে বিকল্প জ্বালানির যানের জনপ্রিয়তা। এরই মধ্যে ভারতের বাজারে আসছে একের পর একই যান। এবার ই-বাইক আনলো গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি। কগ ৩০০০ ও কগ ৪০০০ নামে দুটি বাইক বাজারে এনেছে কবীরা মোবালিটি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান। কধনরৎধ কগ ৪০০ সাধারণ ও স্পোর্টস রাইডিংয়ে চলে। কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। এমনকি ৩ দশমিক ৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম।