বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্জ্য দিয়ে গাড়ি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২১, ০০:০০

বাংলায় প্রবাদ আছে এক ঢিলে দুই পাখি মারার। কিন্তু এক ঢিলেও যে তিন পাখি মারা যেতে পারে সেটি দেখিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের এইন্ডহোফেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

'লুকা' নামের একটি প্রকল্প থেকে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং মোবিলিটি বা পরিবহণের ক্ষেত্রে ভবিষ্যৎমুখী সমাধান এসেছে। প্রকল্পের আওতায় শুধু বর্জ্য ব্যবহারের মাধ্যমে গাড়ি তৈরি করে চমকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রকল্পটির ম্যানেজার লিসা ফান এটেন নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, 'গাড়ির কাঠামো ফ্ল্যাক্স অর্থাৎ শণ এবং রিসাইক্লিং করা পিইটি অর্থাৎ পস্নাস্টিকের বোতল দিয়ে তৈরি। আমরা আরও এমন উপকরণ ব্যবহার করেছি। বাসায় ফেলে দেওয়া রকমারি জঞ্জাল দিয়ে গাড়ির ভেতরের অংশের জন্য কিছু তৈরি করেছি।'

ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাতে তার বার্তা- কোনো বর্জ্যই ফেলনা নয়। বর্জ্য মানেই কাঁচামাল, যা নতুন পণ্যের জন্য রিসাইকেল করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে