সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক

ফেসবুক স্মার্টওয়াচে থাকছে যেসব সুবিধা \হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক এবার ফেসবুক স্মার্টওয়াচ নিয়ে আসছে মার্ক জাকারবার্গ। জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি নতুন স্মার্টওয়াচ নিয়ে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটি। বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে ফেসবুক স্মার্টওয়াচটিতে। এর মধ্যে রয়েছে দুটি ক্যামেরা, হেলথ ও ফিটনেস ট্র্যাকার। স্মার্টফোনের অনেক সুবিধাই মিলবে এ স্মার্টওয়াচে। দুটি ক্যামেরার মধ্যে একটিতে ১০৮০পি অটোফোকাসের ক্যামেরা রয়েছে। যার সাহায্যে ছবি ও ভিডিও রেকর্ড করা যাবে। সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ওই স্মার্টওয়াচ থেকেই নাকি ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করা যাবে। আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি স্মার্টওয়াচটি বাজারে আনবে ফেসবুক। প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে। ফেসবুকের তৈরি এ স্মার্টওয়াচ সম্পর্কে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ। স্মার্টওয়াচ তৈরির সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট \হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য। টেক সংশ্লিষ্টরা বলছেন, 'মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।' তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। অনেকে বলছেন- ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর আত্মপ্রকাশ ঘটতে পারে। যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।