সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত \হবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। 'আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ' শীর্ষক এক ভার্চুয়াল সভায় একথা বলেন তিনি। এটি আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে সহযোগিতা আরও প্রসারিত করবে ভারত। জুনাইদ আহমেদ পলক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 'বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপস্নয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট)' নামক একটি প্রকল্পে ভারতীয় অনুদানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং আইসিটি শিল্পের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২৫ কোটি টাকা ভারতীয় অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে মোট ৬১.০২৫৯ কোটি টাকা ব্যয় করা হবে যার বাকি অংশ (৩৬.০২৫৯ কোটি টাকা) বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বাড়ি থেকেই কাজ করতে পারবেন লিংকড-ইনের সব কর্মী বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক পুরো সময় (ফুলটাইম) কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছে পেশাজীবীদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড-ইন। পাশাপাশি চাইলে কর্মীরা অফিস-বাসা দুই স্থান থেকেও কাজ করতে পারবেন। সম্প্রতি নিয়ম পরিবর্তন করে এই ঘোষণা দিয়েছেন লিংকড-ইনের চিফ পিপল অফিসার তিওলা হ্যানসন।