শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক থেকে হাজার পাঁচেক কনটেন্ট সরিয়েছে বিটিআরসি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এক বছরে মাত্র ৪ হাজার ৮৮৮টি লিংক সরাতে পেরেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পর্নোগ্রাফি, সরকার ও রাষ্ট্রবিরোধী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী কনটেন্টের জন্য ১৮ হাজার ৮৩৬টি রিপোর্ট পেলেও সব সরানো যায়নি। ফেসবুক থেকে লিংক সরানো হয়েছে মাত্র ২৫ দশমিক ৯৫ শতাংশ কনটেন্টের।

সম্প্রতি বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বক্তব্য দেন।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বলেন, গত এক বছরে ইউটিউব নিয়ে ৪৩১টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬২টি রিমুভ করা সম্ভব হয়েছে। তবে ওয়েবসাইট বা লিংক বন্ধ করার ক্ষেত্রে শতভাগ সফলতা দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ১ হাজার ৬০টি ওয়েবসাইটের ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সবই বন্ধ করেছে বিটিআরসি।

এ ব্যাপারে আইন প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিবরণ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে সবচেয়ে বড় অপরাধের ক্ষেত্র হচ্ছে ইন্টারনেট।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে