জিন সাকিের্টর পুনবির্ন্যাস

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

নাসিম সাহনিক
জিন সাকির্ট জীবের জীবনের কাযর্করী ব্যবস্থা। জীব কাজ করে জিন সাকিের্টর মাধ্যমে। জিন সাকিের্টর মাধ্যমেই নিধাির্রত হয় জীবের মধ্যে কোন জিনগুলো সক্রিয় থাকবে আর কোনগুলো থাকবে না। স¤প্রতি একটি সেমিনারে জিন সাকিের্টর গুরুত্ব ও এর পুনবির্ন্যাস নিয়ে বিশেষ তথ্য উপস্থাপন করা হয়। এ তথ্য উপস্থাপন করেন ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইন্সটিটিউটের বিজ্ঞানী প্রফেসর মাইক স্ট্রাটোন এবং ড. অ্যান্ডি ফুট্রেয়াল। নারীর সৌন্দযর্ এবং মাতৃত্বের অন্যতম গঠন ব্রেস্ট এবং জরায়ু অনেক ক্ষেত্রেই এ জিন সাকিের্টর অস্বাভাবিকতার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়। স¤প্রতি যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইন্সটিটিউটের বিজ্ঞানীরা নারীর ব্রেস্টের অস্বাভাবিকতা বা ব্রেস্ট ক্যান্সারের জিনগত কারণ ও তার সমাধান বিষয়ে উল্লেখযোগ্য আবিষ্কার করেছেন। এ আবিষ্কারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইন্সটিটিউটের বিজ্ঞানী প্রফেসর মাইক স্ট্রাটোন এবং ড. অ্যান্ডি ফুট্রেয়াল। দুজনই আণবিক জীববিজ্ঞান এবং ক্যান্সার বিষয়ে দীঘির্দন ধরে গবেষণা করছেন। মানুষের একটি ক্রোমোজোমে সাধারণত একটি ডিএনএ অণু থাকে। সুনিদির্ষ্ট ক্রোমোজোমে এ ডিএনএ অণুর পুনবির্ন্যাস বা ভেঙে যাওয়ার কারণে মানুষের শরীরে নানারকম অস্বাভাবিকতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়। সুনিদির্ষ্ট একটি ক্রোমোজোমে ডিএনএ অণুর পুনবির্ন্যাস বা ভেঙে যাওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। এ ব্যাপারটি জেনেটিক পযাের্য় পুঙ্খানুপুঙ্খভাবে সুস্পষ্ট ছিল না। বিজ্ঞানী মাইক স্ট্রাটোন এবং অ্যান্ডি ফুট্রেয়ালের আবিষ্কার জেনেটিক পযাের্য় কী ধরনের পুনবির্ন্যাস ঘটে তা সুস্পষ্ট করেছে। জিন সাকিের্টর ধারণা আণবিক জীববিজ্ঞানীরা এ ভাবনা থেকে এনেছিলেন যে, একটি ক্রোমোজোমের জিনগুলো এককভাবে কাজ করে না। বরং এদের মধ্যে সমন্বয় রয়েছে। এ সমন্বয় একটি কোষের তেইশ জোড়া ক্রোমোজোমে অবস্থিত অসংখ্য জিনের মধ্যে হতে পারে। আরো সমন্বয় হতে পারে একটি কোষের বাইরে অপর একটি কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের জিনগুলোর মধ্যে। এভাবে নিমির্ত জিন সাকিের্ট অস্বাভাবিকতা আসতে পারে যদি সুনিদির্ষ্ট একটি জিনে বা কয়েকটি জিনে সিকুয়েন্সের পুনবির্ন্যাসের জন্য। জিনের সিকুয়েন্স ভেঙে গেলেও এমন অস্বাভাবিকতা দেখা যেতে পারে। জিন সাকিের্টর এ অস্বাভাবিকতা ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে জড়িত। পাশাপাশি জিনের সিকুয়েন্সে পরিবতের্নর কারণে ক্যান্সার জিন সক্রিয় হয়Ñ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এ তথ্যটিও মাইক স্ট্রাটোন এবং অ্যান্ডি ফুট্রেয়ালের দৃষ্টি এড়ায়নি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এ রকম হতেই পারে। বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের পুনবির্ন্যাস এবং হেরাসিপটিন হরমোনের সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের স¤পকর্ আছে এটা বিজ্ঞানীরা বেশ কয়েক বছর হলো আবিষ্কার করেছেন। এ আবিষ্কারের পরিবধর্ন সাধিত হয়েছে মাইক স্ট্রাটোন এবং অ্যান্ডি ফুট্রেয়ালের জিনোম পুনবির্ন্যাস বা জিন সাকির্ট পুনবির্ন্যাসবিষয়ক আবিষ্কারের মধ্য দিয়ে। ব্রেকথ্রো ব্রেস্ট ক্যান্সার রিসাচর্ সেন্টারের বিজ্ঞানী ড. জজর্ রেইস ফিলহো এ আবিষ্কারকে অসাধারণ ও উল্লেখযোগ্য একটি আবিষ্কার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন ডিএনএ অণু কোনো কারণে ভেঙে গেলে তা আবার পুনরায় গঠিত হয়ে যায় জীববৈজ্ঞানিক স্বয়ংক্রিয় মেরামত প্রক্রিয়ার মধ্য দিয়ে। এ মেরামত প্রক্রিয়া প্রায় সময়ই পুরনো জেনেটিক বিন্যাস ফিরিয়ে দেয়।