নকিয়ার নতুন চমক

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

সরফরাজ নওয়াজ
বাংলাদেশের বাজারে নকিয়া ৬.১ প্লাস স্মাটের্ফান উন্মোচন করেছে এইচএমডি গেøাবাল। স্মাটর্ স্টোরিটেলিং ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে একটি বহুমাত্রিক ডিসপ্লে যার মাধ্যমে ভিডিও দেখা, বন্ধুদের সঙ্গে মেসেজিং এবং যাবতীয় সোশ্যাল ফিড একসঙ্গে ব্যবহার করা যাবে। নকিয়া ৬.১ প্লাস গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত। রাজধানীতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নকিয়া ৬.১ প্লাস স্মাটের্ফানের লঞ্চিং অনুষ্ঠিত হয়। এইচএমডি গেøাবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ ও গেজেট অ্যান্ড গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর নূরে আলম শিমু এ সময় উপস্থিত ছিলেন। এইচএমডি গেøাবাল, প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত বলেন, ‘নকিয়া ব্যবহারকারীদের প্রত্যাশার দিকটি বিবেচনা করে অসাধারণ সব ডিজাইন এবং কারিগরি দক্ষতাসম্পন্ন ফোন আমরা শুরু থেকেই নিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় এবার অলস্ক্রিন ডিজাইনের সেরা মানের নকিয়া ৬.১ প্লাস স্মাটের্ফান নিয়ে এসেছি।’ অল-স্ক্রিন ডিজাইন ও দারুণ পারফরম্যান্স স্মাটের্ফানের সেরা মান নিয়ে তৈরি নকিয়া ৬.১ প্লাসের ১৯ঃ৯ অনুপাতের স্ক্রিন দেবে বড় স্ক্রিনের অভিজ্ঞতা। ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস, ১৯ঃ৯ অনুপাতের সঙ্গে ৯৬ শতাংশ কালার গ্যামুটেরের দরুন প্রাণবন্ত দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। হাতে সুন্দর অনুভ‚তির জন্য ফোনটির বক্ররেখাযুক্ত পৃষ্ঠের সামনে কনির্ং গরিলা গøাস রয়েছে। নকিয়া ৬.১ প্লাস ফোনটি সবের্শষ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ মোবাইল প্লাটফমর্, যা আগের চেয়ে ৪০% দ্রæততর হওয়ায় স্ট্রিমিং এবং গেমিংয়ের জন্য দুদার্ন্ত। এই প্লাটফমর্ দেয় ব্যাটারি দক্ষতা, উন্নত গ্রাফিক্স এবং গেমিং কমর্ক্ষমতা। অপটিমাইজড হাডর্ওয়্যার ও টাইপ সি ইউএসবি চাজির্ং সুবিধা থাকায় অনায়াসে মাল্টিটাস্ক করা যাবে, দিনব্যাপী ব্যাটারি সম্পকের্ দুশ্চিন্তা না করে। পাওয়ারফুল স্টোরিটেলিং নকিয়া ৬.১ প্লাসে রয়েছে অ্যাডভান্সড ইমেজিং ফিচার। ফোনটির ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা অসাধারণ শাপের্নস ও ডিটেইল প্রদান করে। এ ছাড়া এইচডিআরের মাধ্যমে আরও ভাইব্রেন্সি ও কন্ট্রাস্ট সুবিধা পাওয়া যাবে। রিয়ার ডেপথ সেন্সিং ইমেজিংয়ের মাধ্যমে বোকেহ বøার ব্যবহার করে প্রফেশনাল ছবি তোলা যাবে অথবা ছবি তোলার পরে এডিট করা যাবে। পুরোপুরি ব্যালেন্সড ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাহায্যে অত্যন্ত ডিটেইলড মিররের মতো সেলফি তোলা যাবে। এ ছাড়া ফোনটির ক্যামেরায় একই সঙ্গে সামনে ও পেছনের দৃশ্য ধারণ করা যাবে। এ সুবিধার নাম দেয়া হয়েছে ‘বোথি’। নতুন এই সুবিধার মাধ্যমে ছবি বা ভিডিও ধারণ করার সময় ফোনটির ডিসপ্লের পাশাপাশি দুটি ভাগের একটিতে সামনের ক্যামেরা ব্যবহারকারীকে এবং পেছনের ক্যামেরা বিষয়বস্তু ধারণ করবে। ‘ডুয়াল সাইট’ ফিচার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় শেয়ার বা সরাসরি লাইভ করা যাবে ‘বোথি’। এ ক্ষেত্রে উন্নত এআই প্রযুক্তি দেবে মজার ফিল্টার, মাস্ক ও থ্রিডি যুক্ত করার সুবিধা। এ ছাড়া রয়েছে পোট্রেট লাইটিং ফিচার, যা ছবিতে প্রদান করবে আরও উজ্জ্বল আলো। অ্যান্ড্রয়েড ওয়ান ওএস নকিয়া ৬ প্লাস স্মাটের্ফান অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত। গুগলের এই অপারেটিং সিস্টেম স্মাটর্ ও সুরক্ষিত। এতে তিন বছর প্রতিমাসে সিকিউরিটি প্যাচ ও ২ বছরের ওএস আপডেটের গ্যারান্টি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ওয়ানের প্রি-লোডেড অ্যাপস থাকায় বেশি ব্যাটারি ও স্টোরেজ সুবিধা উপভোগ করা যাবে। এ ছাড়া রয়েছে গুগলের অন্যান্য সাভির্স গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল ফটোজÑ যেখানে রয়েছে বিনামূল্যে সীমাহীন উচ্চমানের ফটো স্টোরেজ। নকিয়া ৬.১ প্লাস যেসব রঙে পাওয়া যাবে, সেগুলো হচ্ছেÑ চকচকে কালো, চকচকে সাদা এবং চকচকে মধ্যরাতের নীল। স্মাটের্ফানটির মূল্য নিধার্রণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা।