অনলাইনে পড়াশুনা

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

এস আহমেদ
এখন কিছু শেখার জন্য বাইরে যেতে হবে না, ঘরে বসেই পছন্দমতো যে কোনো বিষয়ের ওপর কোসর্ করে ডিগ্রি লাভ করা যায়। অনলাইনে স্টাডি, কোসের্র সাইট এবং প্রতিষ্ঠানগুলো পৃথিবীর সব দেশের সবরকম মানুষের জন্য উন্মুক্ত। যদি পিসি/ল্যাপটপ/স্মাটের্ফান থাকে সঙ্গে ইন্টারনেট কানেকশন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, যে কোনো সময় আপনার পছন্দের বিষয়ে পড়ালেখা বা কোসর্ করতে পারবেন। অনলাইন কোসর্ করার জন্য ইন্টারনেট সংযুক্ত একটি স্মাটের্ফান, ট্যাব অথবা কম্পিউটার প্রয়োজন। নিজের ডিভাইসটি সঙ্গে নিয়ে ইন্টারনেটের দুনিয়া থেকে সহজেই যে কেউ পড়াশোনা শুরু করে দিতে পারেন। অনলাইনে অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে পড়ালেখা বা কোসর্ করতে পারবেন। ঝযরশশযড়শ (যঃঃঢ়ং://িি.িংযরশশযড়শ.পড়স) একটি বাংলাদেশি শিক্ষামূলক অবাণিজ্যিক সাইট। বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকের ওপর বিভিন্ন কোসের্র ব্যবস্থা রয়েছে এ সাইটটিতে। বিশেষত উচ্চমাধ্যমিক শ্রেণির বিভিন্ন বিষয়ের ওপর কোসর্ পরিচালনা করা হয়। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা, ওয়েব ডিজাইন, কম্পিউটার কোসর্, বিদেশি ভাষা শিক্ষা কোসর্সহ বিভিন্ন ধরনের কোসের্র ব্যবস্থা রয়েছে। প্রতিটি বিষয়কে অসংখ্য কোসের্ বিভক্ত করা হয়েছে। প্রতিটি কোসর্ এখানে ভিডিও আকারে দেখতে পাবেন। এ ছাড়া পিডিএফ আকারেও কোসির্ট সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে। চাইলে যে কেউ এখানে শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন। ঈড়ঁৎংবৎধ (যঃঃঢ়ং://িি.িপড়ঁৎংবৎধ.ড়ৎম) আমেরিকাসহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এখানে অনলাইন ক্লাস নিয়ে থাকেন। কোসর্ শেষে সেসব বিশ্ববিদ্যালয় থেকে কোসের্র ওপর অফিশিয়াল সাটিির্ফকেট সংগ্রহ করারও ব্যবস্থা রয়েছে। ডেটা সায়েন্স থেকে শুরু করে সাউন্ড এডিটিং; সব বিষয়ের কোসর্ রয়েছে এ সাইটে। এই সাইটে কোসের্র সংখ্যা প্রায় ২০০০। কযধহ অপধফবসু (যঃঃঢ়ং://িি.িশযধহধপধফবসু.ড়ৎম/) এটা সম্পূণর্ নন-প্রফিট অনলাইন প্লাটফমর্। খান একাডেমিতে রয়েছে অনুশীলনী চচার্, শিক্ষণীয় ভিডিও এবং ব্যক্তিগত শিক্ষা ড্যাশবোডর্ যা শিক্ষাথীের্দর আপন গতিতে শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে শিক্ষা গ্রহণ করতে উজ্জীবিত করবে। এখানে গণিত, বিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রামিং, ইতিহাস, কলা, অথর্নীতি এবং আরও অনেক বিষয়ে শিক্ষা নেয়া যায় এবং সম্পূণর্ বিনা পয়সায়। প্রতিদিন বিশ্বের লক্ষাধিক শিক্ষাথীর্রা খান একাডেমিতে তাদের আপন গতিতে শিখছে, যাদের প্রত্যেকেরই রয়েছে একটি অনন্য গল্প। ঊউঢ (যঃঃঢ়ং://িি.িবফী.ড়ৎম) আরেকটি নন-প্রফিট অগার্নাইজেশন যেখানে অনলাইনে বিনামূল্যে অনেক ধরনের কোসের্র ব্যবস্থা রয়েছে। এখানে শীষর্ অনেক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের কোসর্ রয়েছে। ইডিএক্স একমাত্র নন-প্রফিট অগার্নাইজেশন যেখানে ওপেন সোসর্ গঙঙঈ (গধংংরাব ঙঢ়বহ ঙহষরহব ঈড়ঁৎংবং)-এর মাধ্যমে হাভার্ডর্, এমাইটি, বারক্লে, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু প্রতিষ্ঠানের কোসর্গুলোর শিক্ষা নেয়া যায়।