অধিকাংশ ইন্টারনেট ব্যবহার হয় মোবাইল সেট থেকে

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

পাবর্নী দাস
বিশ্বে প্রতি মাসে ১৮০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করে ফেসবুক। ব্যবহারকারীদের বেশিরভাগই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। এর সংখ্যা প্রায় ১০০ কোটি। এক বিবৃতিতে ফেসবুকের প্রধান নিবার্হী মাকর্ জাকারবাগর্ বলেন, আমরা ফেসবুকে ভিডিও টেকনোলজি আরও উন্নত করার চেষ্টা করছি। গত সেপ্টেম্বরে ১৭৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেছে যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। আর মোবাইলে এর সংখ্যা ১০০ কোটিরও বেশি যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। ফেসবুকের ছবি শেয়ার করার মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারের সঙ্গে অবশ্য প্রতিযোগিতায় নেমেছে স্ন্যাপচ্যাট। বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করছে তারাও। বতর্মানে সিংহভাগ ইন্টারনেট ব্যবহার করা হয় মোবাইল ডিভাইস থেকে। আগামী বছর এর পরিমাণ হবে ৭৫ শতাংশ। সম্প্রতি ফ্রান্সের মিডিয়া ক্রয় সংস্থা জেনিথ এ পূবার্ভাস দিয়েছে। এর আগে জেনিথের এক পূবার্ভাসে বলা হয় চলতি বছর ইন্টারনেট ব্যবহারের প্রায় ৭১ শতাংশই মোবাইলে হবে। এ ছাড়া ২০১৯ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট বিজ্ঞাপন থেকে আসা অথের্র প্রায় ৬০ শতাংশ মোবাইল বিজ্ঞাপন থেকে আসবে বলেও জানিয়েছে জেনিথ। সংস্থাটি জানায়, ২০১৯ সালে মোবাইলে বিজ্ঞাপন হবে প্রায় ১৩ হাজার ৪০০ কোটি ডলার। যা সংবাদপত্র, পত্রিকা, সিনেমা বা অন্যান্য মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশে সব মিলিয়ে যে ব্যয় হবে তার তুলনায় অনেক বেশি। জেনিথের তথ্য অনুযায়ী, এ বছর ইন্টারনেট ব্যবহারের ৭১ শতাংশই হয়েছে মোবাইল থেকে। যা আগামী বছর হবে ৭৫ শতাংশ। ২০১৯ সাল নাগাদ ইন্টারনেটের বৈশ্বিক বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের ৬০ শতাংশই আসবে মোবাইল বিজ্ঞাপন থেকে। জানা গেছে ২০১৮ সালে বিশ্বব্যাপী মোবাইল বিজ্ঞাপনে আনুমানিক ব্যয় ছিল ৭ হাজার ১০০ কোটি ডলার। শেষ প্রায় চার বছরে মোবাইলে ইন্টারনেট ব্যবহার ৪০ থেকে ৭০ শতাংশে উন্নীত।