সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
অপোর ‘হিডেন’ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সেলফি এক্সপাটর্ অ্যান্ড লিডার অপো, জনপ্রিয় প্রিমিয়াম আর সিরিজের নতুন স্মাটের্ফান ‘আর১৭ প্রো’ বাজারে নিয়ে আসতে যাচ্ছে। বিশ্বের দ্রæততম চাজির্ং, সুপার ভিওওসি, ‘ফাস্ট লেন’-এর সঙ্গে লাইটিং ফাস্ট পারফরম্যান্স এক্সপেরিয়েন্স এবং একটি ‘হিডেন’ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে এবার হাজির হচ্ছে অপো। অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবনসমৃদ্ধ আর১৭ প্রো-তে রয়েছে ওয়াটার ড্রপ নচ সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, যার ৯১.৫% জুড়েই থাকছে স্ক্রিন। ওয়াটার ড্রপের মূলভাব দ্বারা অনুপ্রাণিত নচ সম্পন্ন এই আর১৭ প্রো-তে রয়েছে ৮ জিবি র?্যাম ও ১২৮ জিবি রম যা পরিচালনা করবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। আর মেটাল এবং গøাসের সমন্বয়ে তৈরি ফোনের সুদৃশ্য কনার্রগুলো হাই-কোয়ালিটি ফিল এনে দেবে হাতের মুঠোয়। অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো আর১৭ প্রো, দ্রæততম চাজির্ং সুপার ভিওওসি এবং ফাস্ট লেন পারফরম্যান্স এক্সপেরিয়েন্স সম্পন্ন একটি প্রিমিয়াম ফোন। মোবাইল ফটোগ্রাফির জন্য এই ফোনটি অনবদ্য। বাংলাদেশের গ্রাহকরা ফোনটিকে খুবই পছন্দ করবেন বলে আমি মনে করি।’ অপো আর১৭ প্রো-এর মাধ্যমে স্মাটর্ ক্যামেরার সব ধরনের ফিচার উপভোগ করা যাবে। পেছনে থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর যা ওআইএস এবং ওআইএস অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনে সক্ষম, এ ছাড়া ভ্যারিয়েবল অ্যাপারচারের সুবিধা তো থাকছেই (এফ/১.৫-এফ/২.৪)। এ ছাড়া সেলফির জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা। স্মাটের্ফানটির নন-রিমুভ্যাবল ৩৭০০ এমএএইচ ব্যাটারি দ্রæত চাজির্ংয়ে সহায়তা করে। সুপার ভিওওসি ফ্ল্যাশ চাজর্ মাত্র ১০ মিনিটে ৪০% চাজর্ সম্পন্ন করতে সক্ষম। শুধু স্ক্রিন স্পশের্র মাধ্যমে মুহূতের্ই আর১৭ প্রো স্মাটের্ফানটি আনলক করা যাবে। যা সম্ভব হবে ফোনটিতে থাকা আলট্রা-ফটোসেনসিটিভ সেন্সরের কারণে যা সুস্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট ইমেজ নিশ্চিত করে। এ ছাড়া অপোর কালার ওএস ৫.২ আধুনিক, কাযর্করী ও ইউজার-ফ্রেন্ডলি। জনপ্রিয়তা বাড়ছে ইউমিডিজির য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক স্মাটের্ফান জগতে নতুন চমক নিয়ে এ ওয়ান প্রো ও এস টু লাইট চলে এসেছে বাংলাদেশে, দুটি ফোনেরই প্রি-বুকিংয়ে থাকছে আকষর্ণীয় ডিসকাউন্ট ও গিফট। রাজধানীর একটি হোটেলে জনপ্রিয় চায়নিজ ব্র্যান্ড ইউমিডিজির নতুন দুটি মডেল এ ওয়ান প্রো ও এস টু লাইটের উদ্বোধন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। ডুয়াল ৪জি সিম, দীঘর্ ব্যাটারি এবং আকষর্ণীয় ডিজাইনের জন্য ইউমিডিজি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউমিডিজি এ ওয়ান প্রো ও এস টু লাইটের মূল্য নিধার্রণ করা হয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৯০ টাকা ও ১৫ হাজার ৯৯০ টাকা। তবে প্রি-বুকিংয়ে বিশেষ মূল্য ছাড়ে যথাক্রমে ১০৪৯০ টাকা ও ১৪৯৯০ টাকায় পাওয়া যাবে। অনুষ্ঠানে ইউমিডিজি বাংলাদেশের প্রধান নিবার্হী কমর্কতার্ এ বি এম ওবায়দুল্লাহ বলেন, ‘ইউমিডিজি এ ওয়ান প্রো এবং এস টু লাইটের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকদের অভাবনীয় সাড়া আমাদের এ নতুন দুটি মডেল আনতে উৎসাহিত করেছে।’ তিনি আশা করেন, ফোন দুটি গ্রাহকদের বিশেষ করে তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে। ঙঃযড়নধ.পড়স ও উধৎধু.পড়স ইউমিডিজি স্মাটের্ফানগুলো ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফেসবুকের ‘সফট রোবটিক্স’ য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রাণীর মতো চলাফেরা এবং অঙ্গভঙ্গি করতে পারে, এমন রোবট তৈরির জন্য চলছে ফেসবুকের গবেষণা। ‘সফট রোবটিক্স’-এর জন্য গত বছর থেকেই চলছে কমীর্ নিয়োগ। সফট রোবটিক্সে বিভিন্ন প্রাণীর দেহের আদলে নমনীয় রোবট তৈরি করা হয়, যা দেখতে ঢাউস সাইজের যান্ত্রিক মানবের মতো নয়। তবে ফেসবুকের গবেষকরা কী তৈরি করছেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। নতুনরূপে সেজেছে হুয়াওয়ের ব্র্যান্ডশপ য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সারা দেশে হুয়াওয়ের ১৫০টির বেশি ব্র্যান্ডশপ নতুনরূপে সেজেছে। গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে দেশব্যাপী অধর্ শতাধিকের বেশি ব্র্যান্ডশপ আধুনিকায়ন করেছে হুয়াওয়ে বাংলাদেশ। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পাকর্, ইস্টানর্ প্লাজা, ইস্টানর্ মল্লিকা, পুলিশ প্লাজাসহ রাজধানীর বিভিন্ন এলাকা, বিভাগীয় ও জেলা শহরগুলোর ব্র্যান্ডশপে এ পরিবতর্ন আনা হয়েছে। এখন থেকে এক ছাদের নিচে আরও সুন্দর পরিবেশে হুয়াওয়ের সব ডিভাইসের অভিজ্ঞতা লাভ করা যাবে। সম্প্রতি দেশব্যাপী জঁাকজমকপূণর্ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নতুন সজ্জিত ব্র্যান্ডশপগুলোর উদ্বোধন করা হয়। বাংলাদেশে এ উপলক্ষে আকষর্ণীয় অফারের ঘোষণা দিয়েছে বিশ্বের শীষস্থানীয় স্মাটের্ফান ব্র্যান্ড হুয়াওয়ে। এসব ব্র্যান্ডশপ থেকে হুয়াওয়ে স্মাটের্ফান কিনলে পাওয়া যাবে আকষর্ণীয় উপহার।