শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ইনস্ট্যান্ট মেসেজিং পস্ন্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের সব

দেশেই রয়েছে এর ব্যবহারকারী। নতুন নতুন সুবিধা থাকায় দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এর একাধিক ফিচার আকৃষ্ট করছে গ্রাহকদের।

অনেকদিন আগেই হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের সুবিধা নিয়ে এসেছে। দীর্ঘ বার্তা এখন আর টাইপ করতে হয় না। ভয়েস রেকর্ড করেই বার্তা পাঠানো যায়। তবে ভয়েস মেসেজে আরও নতুন ফিচার যুক্ত করেছে পস্ন্যাটফর্মটি।

এখন থেকে ভয়েস নোট রেকর্ড করার সময় পজ (চধঁংব) করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই ফিচার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে।

ভয়েস রেকর্ডের সময় এতদিন পজ করার সুবিধা পাওয়া যেত না। শুধু সিঙ্গেল বাটন ব্যবহার করা যেত। অর্থাৎ একটি বাটন প্রেস করেই রেকর্ড শুরু হতো এবং সেই

বাটন ছেড়ে দিলেই সেন্ড হয়ে যেত সেই অডিও নোট। কিন্তু এবার

থেকে তাতে আসছে বেশ কিছু পরিবর্তন।

হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে অডিও নোট রেকর্ড করার সময় পজ করতে পারবেন।

ভিডিও রেকর্ডিংয়ের সময় যেমন পজ করা যায় ঠিক তেমনই অডিও রেকর্ড করার সময় পজ করতে পারবেন ব্যবহারকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে