‘গুগল ডুয়ো’তে অডিও কলিং সুবিধা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গুগলের ভিডিও কলিং অ্যাপ ‘গুগল ডুয়ো’তে এবার আসছে অডিও কলিং সুবিধা। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে ছাড়া হয়েছে এই ভিডিও কলিং অ্যাপটি। প্রথমে এটিকে শুধু বিশেষায়িত ভিডিও কলিং অ্যাপ হিসেবে বলা হলেও গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু অডিও কলিংয়ের সুবিধাও এতে যোগ হতে যাচ্ছে। এ বছরের গুগল আই/ও ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো ‘গুগল ডুয়ো’ অ্যাপটি উন্মুক্ত করে গুগল। গুগল প্রোডাক্ট লিড ফর কমিউনিকেশন অমিত ফুলয় জানিয়েছেন, ভিডিও কলিং অ্যাপ হিসেবে আনা হলেও শিগগিরই অ্যাপটিতে অডিও কলিংয়ের সুবিধাও চালু করা হবে। তবে সেটা কবে নাগাদ হতে পারে সে ব্যাপারে নিদির্ষ্ট করে কিছু বলেননি তিনি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। অ্যাপলের ফেসটাইম, মাইক্রোসফটের স্কাইপে, ভাইবার ও ফেসবুকের মেসেঞ্জারের মতো অ্যাপগুলোকে টেক্কা দিতেই গুগল এই অ্যাপটি নিয়ে এসেছে। ব্যবহারকারীর ফোনবুকই হবে গুগল ডুয়োর ফোনবুক। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরগতির ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও ভালো মানের ভিডিও কলিং করা যাবে অ্যাপটি ব্যবহার করে।