ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
রাজধানী যাত্রাবাড়ীর বণর্মালা আদশর্ উচ্চ বিদ্যালয় ও কলেজে চলছে তিনদিনব্যাপী বিজ্ঞানমেলা। মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কারের নানা প্রজেক্ট। শিক্ষকরা জানান, মেলায় শিক্ষাথীের্দর ছোট ছোট আবিষ্কার যে কাউকে অভিভ‚ত করবে। অত্যাধুনিক রোবট থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কার মেলায় স্থান পেয়েছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়েছে স্কুলের বহিরাঙ্গন। স্টলগুলোতে নিজেদের আবিষ্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের সুফল তুলে ধরছে। মেলার সোলার বিদ্যুতের আবিষ্কারক সপ্তম শ্রেণির শিক্ষাথীর্ ফাতেমা নূর তুবা জানালো, জ্বালানি ছাড়াই শুধু সূযের্র আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। সোলার বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানির প্রয়োজন হয় না বলে কাবর্ন ডাইঅক্সাইড নিঃসরণের ঝুঁকি থাকে না। এতে পরিবেশ দূষিত হয় না। এ কারণেই তাদের এই আবিষ্কার। তুবার সহযোগী আশার ভাষ্য, বিদ্যুতের চাহিদা পূরণে সোলার ব্যবহারের প্রতি মানুষকে আগ্রহী করার জন্যই তাদের এই প্রচেষ্টা। তুবাদের প্রজেক্টে সোলার বিদ্যুতের ব্যবহারকে উৎসাহিত করতে ঘরবাড়িসহ সবুজ নগরায়ণের দৃশ্য সাজানো হয়েছে। যা খুবই দৃষ্টিনন্দন। বণর্মালা আদশর্ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভনির্ং বডির সভাপতি আব্দুস সালাম বাবু বলেন, প্রতি বছরই শিক্ষাথীের্দর উৎসাহিত করতে বিজ্ঞানমেলার আয়োজন করা হয়।