শাওমির রেডমি নোট সেভেন প্রো

প্রকাশ | ০২ মার্চ ২০১৯, ০০:০০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শাওমির নতুন ফোন রেডমি নোট সেভেন প্রো নিয়ে চর্চা জারি বাজারে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মার্চেই বাজারে আসতে চলেছে রেডমির নতুন চমক। তাই জল্পনা এখন তুঙ্গে এর দাম কেমন হতে চলেছে তাই নিয়ে। যদিও রেডমি নোট সেভেন প্রো-এর আগেই ভারতে লঞ্চ করবে রেডমি নোট সেভেন। শাওমির পক্ষে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রম্নয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট সেভেন। এই ফোনের বিশেষত্ব হতে চলেছে এর ক্যামেরা। জানা যাচ্ছে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই ফোন। তবে আগামী মাসের কবে রেডমির নোট সেভেন প্রো বাজারে আসবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। নির্দিষ্ট করা হয়নি দামও। এখনো পর্যন্ত সংস্থার তরফে যা ইঙ্গিত, তাতে এই ফোনের দাম শুরু হতে পারে ১৫ হাজার টাকা থেকে। নোট সেভেন প্রোতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। আপাতত ৩টি ভার্সনে পাওয়া যাবে নোট সেভেন প্রো। ৪ জিবি র?্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি র?্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র?্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজসহ পাওয়া যাবে এই ফোনটি। তবে সোনি আইএমএক্স ৫৮৬ সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাই এই মোবাইলটির মুখ্য আকর্ষণ হতে চলেছে। ওয়াটারড্রপ নচযুক্ত মধ্যম বাজেটের এই ফোনটির জন্য তাই এখন অপেক্ষা গ্যাজেটপ্রেমীদের।