এয়ারটেলের মাইপেস্নর আয়োজনে গেমিং ক্যাম্পেইন

প্রকাশ | ০২ মার্চ ২০১৯, ০০:০০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গেম চ্যাম্প নামে একটি আকর্ষণীয় গেমিং ক্যাম্পেইনের আয়োজন করেছে বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল। সম্প্রতি ক্যাম্পেইনের প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন। জনপ্রিয় গেম 'কার রাস' খেলে ১০ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে এই বিজয়ীরা একে অন্যের সঙ্গে লড়বেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, তাদের এয়ারটেল প্রাঙ্গণে একটি 'লাইভ গেমিং সেশন'-এ অংশ নিতে হবে। এর পর ক্রমানুসারে বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন আকর্ষণীয় গ্যাজেট, হ্যান্ডসেট ও পেস্ন স্টেশন। দেশের সবচেয়ে বড় গেমিং পস্নাটফর্ম হলো এয়ারটেলের গেমিং পস্নাটফর্ম মাইপেস্ন। এখানে ২১ হাজারেরও বেশি আকর্ষণীয় গেম রয়েছে। এই পস্নাটফর্মের মাধ্যমে গ্রাহকরা গেম ডাউনলোডের পাশাপাশি অনলাইনে খেলারও সুযোগ পান। মাইপেস্নতে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রেসিং, পাজল, আর্কেড, স্পোর্টস, স্ট্র্যাটেজিসহ নানা গেমের সম্ভার। গেমিং পস্নাটফর্মটির কারিগরি সহযোগিতা দিচ্ছে গ্যাক মিডিয়া বিডি লিমিটেড। ক্যাম্পেইনটি সম্পর্কে আরও জানতে আগ্রহীরা মাইপেস্নর ফেসবুক পেজটি- যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/অরৎঃবষসুঢ়ষধু ভিজিট করতে পারেন।