হুয়াওয়ের চার ক্যামেরার ফোন

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
হুয়াওয়ে পি৩০ প্রো স্মার্টফোনের পেছনে চারটি ক্যামেরা থাকবে- এমনটা ধারণা করা হচ্ছিল আগে থেকেই। হুয়াওয়ের কনজিউমার বিজনেস বিভাগের গ্রম্নপ সিইও রিচার্ড ইয়ুর পোস্ট করা সাম্প্রতিক একটি ছবি এ ধারণাকেই সত্য প্রমাণ করল। পি৩০ প্রোতে যে লাইকার তৈরি কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ওয়াটারমার্ক থেকে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। শুধু চারটি লেন্সের বিষয়ই নয়, পি৩০ প্রোর ক্যামেরাগুলো যে লসলেস অপটিক্যাল জুম সমর্থন করবে, ইয়ুর নমুনা ছবিটি থেকে তাও নিশ্চিত হওয়া গেছে। অবশ্য এর আগে পি৩০ প্রোর একটি ভিডিও টিজারেও ফাইভএক্স লসলেস অপটিক্যাল জুম সমর্থনের দাবি করা হয়েছিল। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হুয়াওয়ে পি৩০ স্মার্টফোনে ৬ দশমিক ১ ইঞ্চি পর্দা ও ৮ গিগাবাইটর্ যাম থাকবে। আর পি৩০ প্রো স্মার্টফোনটিতে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চি পর্দা ও ১২ গিগাবাইটর্ যাম। উভয় মডেলের ডিসপেস্নই হবে ওএলইডি প্যানেলের। দুটোতেই ওয়াটার-ড্রপ স্টাইলের নচ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা।