ঈদের ইলেকট্রনিক্স বাজার

বাংলাদেশে ইলেকট্রনিক্স বাজারে প্রতিনিধিত্বকারী ব্র্যান্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ওয়ালটন, মাসের্ল, ট্রান্সকম ডিজিটাল (ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড) সনি র‌্যাংগস (র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড), র‌্যাংগস টোশিবা (র‌্যাংগস ইন্ডাট্রিজ লিমিটেড), হায়েস এন্ড হায়ার (হায়েস বাংলাদেশ), ইকো, এলজি, বাটারফ্লাই (এলজি বাটারফ্লাই মাকেির্টং লিমিটেড); লিনেক্স ইলেকট্রনিক্স ,সিঙ্গার (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড), বেস্ট ইলেকট্রনিক্স, ভিশন, ভিগো (প্রাণ-আরএফএল লিমিটেড); এসকোয়ার ইলেকট্রনিক্স লি:, নিটল ইলেকট্রনিক্স (নিটল মাকেির্টং কোম্পানি, যমুনা ইকেট্রনিক্স (যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড); ইউনিটেক ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স লি: (স্যামসাং); ইলেক্ট্রা (স্যামসাং); ইলেক্ট্রোমাটর্ লিমিটেড, এসিআই ইলেকট্রনিক্স, নোভা ইলেকট্রনিক্স, এমকে ইলেকট্রনিক্স, মিনিস্টার ইলেকট্রনিক্স, অ্যাসট্রা (রানকন ইলেকট্রনিক্স), এডিসন ইলেকট্রনিক্স।

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

আলীজা ইভা
ঈদকে সামনে রেখে ইলেকট্রনিক্স পণ্য ফ্রিজের প্রতি গ্রাহকদের চাহিদা বেশি ছবি : ইন্টারনেট
ঈদুল আযহাকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজার। এর সঙ্গে যোগ হয়েছে অসহনীয় গরম। ফলে উল্লেখযোগ্যহারে বেড়েছে ফ্রিজ ও এসির চাহিদা। আর এই বাড়তি চাহিদা পূরণে এগিয়ে রয়েছে দেশীয় কোম্পানিগুলো। পাশাপাশি বিদেশী ব্র্যান্ডগুলোর ডিলাররাও চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা আর বিক্রির নানারকম কৌশল। বাংলাদেশে ইলেকট্রনিক্স বাজারে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ওয়ালটন, মাসের্ল, ট্রান্সকম ডিজিটাল (ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড) সনি র‌্যাংগস (র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড), র‌্যাংগস টোশিবা (র‌্যাংগস ইন্ডাট্রিজ লিমিটেড), হায়েস এন্ড হায়ার (হায়েস বাংলাদেশ), ইকো, এলজি, বাটারফ্লাই (এলজি বাটারফ্লাই মাকেির্টং লিমিটেড); লিনেক্স ইলেকট্রনিক্স ,সিঙ্গার (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড), বেস্ট ইলেকট্রনিক্স, ভিশন, ভিগো (প্রাণ-আরএফএল লিমিটেড); এসকোয়ার ইলেকট্রনিক্স লি:, নিটল ইলেকট্রনিক্স (নিটল মাকেির্টং কোম্পানী, যমুনা ইকেট্রনিক্স (যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেড); ইউনিটেক ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স লি: (স্যামসাং); ইলেক্ট্রা (স্যামসাং); ইলেক্ট্রোমাটর্ লিমিটেড, এসিআই ইলেকট্রনিক্স, নোভা ইলেকট্রনিক্স, এমকে ইলেকট্রনিক্স, মিনিস্টার ইলেকট্রনিক্স, অ্যাসট্রা (রানকন ইলেকট্রনিক্স), এডিসন ইলেকট্রনিক্স। এই সকল প্রতিষ্ঠানের কমর্কতার্রা জানালেন তারা সামনের ঈদকে মাথায় রেখে নানারকম কৌশল অবলম্বন করছেন। বিশেষ করে দেশব্যাপী মাসের্ল পণ্যের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। এরই মাঝে এবার মাসের্ল ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং এলইডি টেলিভিশনের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় এবারের ঈদে দ্বিগুণ ফ্রিজ বিক্রির টাগের্ট নিয়েছে মাসের্ল। সংশ্লিষ্টদের মতে, ফ্রিজ, টিভি কিংবা এসির মতো পণ্য কিনতে গেলে তিনটি বিষয় বিবেচনায় নিতে হয়। পণ্যের উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং বিক্রয়োত্তর সেবা। এসব বিবেচনায় বিদেশি ব্র্যান্ডের তুলনায় দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আকষর্ণ বেশি। বিশেষ করে মাসের্ল পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা এখন শতভাগ। মাসেের্লর বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন জানান, গত ঈদের তুলনায় এবার ঈদে দ্বিগুণ ফ্রিজ বিক্রির টাগের্ট নিয়েছেন তারা। এই ঈদে মাসেের্লর টাগের্ট ৩০ হাজার ইউনিট ফ্রিজ বিক্রি করা। যা গত ঈদে ছিল ১৫ হাজার। ইতোমধ্যে ফ্রিজ বিক্রিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অজির্ত হয়েছে। বিক্রয়ের এই ধারা অব্যাহত থাকলে ঈদের অনেক আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী। মাসের্ল পণ্যের প্রতি ক্রেতাদের এই আস্থার কারণ হিসেবে তিনি বলেন, মাসের্ল ফ্রিজের উচ্চ গুণগতমান, রকমারি ডিজাইন ও অসংখ্য কালার, সাশ্রয়ী মূল্য এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ কম্প্রেসারে সবোর্চ্চ ১০ বছরের ওয়ারেন্টি সুবিধা। সবোর্পরি বিশ্বের সবোর্চ্চ প্রযুক্তির সেরা পণ্যের নিশ্চয়তা প্রদান। এ ছাড়া বিক্রয়োত্তর সেবাকে অনলাইনের আওতায় আনতে দেশব্যাপী পরিচালিত ডিজিটাল ক্যাম্পেইন মাসের্ল পণ্যের চাহিদা বৃদ্ধিতে ভ‚মিকা রাখছেন বলে জানান তিনি। এই ক্যাম্পেইনের আওতায় মাসের্ল শোরুম থেকে ক্রেতারা ফ্রিজ, টিভি, এসি কিনে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন আরেকটি ফ্রিজ, টিভি বা এসি সম্পূণর্ ফ্রি কিংবা আমেরিকা ও রাশিয়া ভ্রমণের সুযোগ। ওইসব সুবিধা না পেলেও মিলছে ১ হাজার টাকা পযর্ন্ত নিশ্চিত নগদ ছাড়। জানা গেছে, ঈদে দ্বিগুণ বিক্রির টাগের্ট পূরণে এবং ঈদ উল আযহার বাড়তি ক্রেতাচাহিদা মেটাতে মাসের্ল বাজারে ছেড়েছে অধর্-শতাধিক বৈচিত্র্যময় মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে ৫২ মডেলের ফ্রস্ট, ২ মডেলের নন-ফ্রস্ট ও ১২ মডেলের ডিপ ফ্রিজ। নতুন এসেছে টেম্পারড গøাস ডোরের ১১টি বৈচিত্র্যময় মডেলের ফ্রস্ট ফ্রিজসহ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার্র প্রযুক্তির কম্প্রেসার সংবলিত ২ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। মাসেের্লর এসব রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূণর্ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৬০০এ রেফ্রিজারেন্ট। সাধারণ প্রযুক্তির ফ্রিজের তুলনায় মাসেের্লর এসব ফ্রিজ ৬০ শতাংশ পযর্ন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। সূত্রমতে, মাসের্ল ফ্রিজে ব্যবহার করা হচ্ছে ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি। যা ফ্রিজের ভেতরে সংরক্ষিত খাবারকে সতেজ রাখার পাশাপাশি ব্যাকটেরিয়া ও দুগর্ন্ধমুক্ত রাখে। ফলে ফ্রিজে সংরক্ষিত খাবারের পুষ্টিগুণ থাকে অক্ষুণœ। নাসদাত ইউনিভাসার্ল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হয় বলে ক্রেতাদের কাছে মাসের্ল পণ্য হটকেটে পরিণত হচ্ছে। এদিকে রমজান মাসে গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এসির বিক্রি। স্থানীয় বাজারে মাসেের্লর রয়েছে ১১ মডেলের বৈচিত্র্যময় ডিজাইনের এসি। যার মধ্যে আছে ১২,০০০ বিটিইউ বা ১ টনের এসি, ১৮,০০০ বিটিইউ বা ১.৫ টনের আয়োনাইজার ও ইনভাটার্র প্রযুক্তির এসি, ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত বাতাসপ্রবাহে আয়োনাইজার প্রযুক্তির ১.৫ এবং ২ টনের এসি। একইভাবে এসি,ফ্রিজ,এলইডি টিভি বিক্রির জন্য নানারকম কৌশল অবলম্বন করছেন অন্যান্য প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান। এসকল পণ্যের মধ্যে ফ্রিজের বিক্রিই শীষের্ রয়েছে।