গ্রামের বাড়িতে অ্যান্ড্রু কিশোর

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
প্রখ্যাত সংগীতশিল্পী অ্যান্ডু্র কিশোর ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফিরেন। এরপর রাজধানীর মিরপুরের বাসায় কয়েকদিন অবস্থান করে নিরিবিলি সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি রাজশাহীতে চলে যান। কিন্তু সেখানে কেমন আছেন পেস্নব্যাক সম্রাট? জানা গেছে, কোলাহল এড়িয়ে একান্তে সময় কাটাতেই রাজশাহীতে অবস্থান করছেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই বলে জানা গেছে। দিন দিন অবনতি হচ্ছে। অ্যান্ড্র কিশোরের স্বাস্থ্য ও চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখা একজন ঘনিষ্ঠ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। জীবনের শেষ পর্যায়ের সময়গুলো তিনি নিরিবিলি কাটাতে চাচ্ছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন একজন প্রখ্যাত গীতিকার ও সুরকার। তিনি বলেছেন, অ্যান্ড্রুদাকে বিরক্ত না করাটাই উত্তম। সবাই তার জন্য দোয়া করবেন। যাতে যে ক'দিন বাঁচেন, ভালোভাবে বাঁচতে পারেন। অ্যান্ড্রু কিশোর দেশে ফিরে রাজশাহী যাওয়ার আগে গণমাধ্যমকে বলেছেন, তিন মাস পর ফের তাকে সিঙ্গাপুরে চেকআপের জন্য যেতে বলেছেন সেখানকার ডাক্তার। দেশে ফিরলেও ডাক্তারের পরামর্শ মতোই জীবন-যাপন করছেন তিনি।