বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব গতিতে মেহজাবিন

সময়ের তুমুল আলোচিত এক অভিনেত্রীর নাম মেহজাবিন চৌধুরী। গত কয়েক বছর ধরে সমান চাহিদা নিয়ে কাজ করে যাচ্ছেন এ তারকা। যাকে ছাড়া টিভি নাটক প্রায় অচলই বলা চলে। বিশেষ মৌসুমে তো বটেই সারা বছরই, তার ব্যস্ততা থাকে লাইট-ক্যামেরায়। ২০০৯ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়ে শোবিজে যাত্রা শুরু হয়েছিল মেহজাবিনের। সেই সেরাটা এখনো ধরে রেখেছেন অভিনয়গুণে। বিশেষ করে 'বড় ছেলে' নাটকটি আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। তাকে নিয়েই আজকের তারার মেলার প্রধান প্রতিবেদন সাজিয়েছেন-
মাসুদুর রহমান
  ১৬ জুলাই ২০২০, ০০:০০
মেহজাবিন চৌধুরী

ফিরেও হলো না ফেরা...

নির্মাতাদের প্রচুর অনুরোধ আর কোটি ভক্ত-দর্শকদের কথা চিন্তা করে ৭ জুলাই শুটিংয়ে অংশ নিয়েছিলেন মেহজাবিন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় 'প্রাণপ্রিয়' নাটকে তিনি অভিনয় করছিলেন অপূর্বর বিপরীতে। এই নাটকের কাজ শেষ করে মেহজাবিন একটু সময় নিতে চেয়েছিলেন এই সময়ে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কিনা। কিন্তু তার আগেই হোম কোয়ারেন্টিনে যেতে হয়েছে তাকে। এ নাটকের ইউনিটের দুজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় বন্ধ হয়ে যায় শুটিং। সেইদিন থেকে বাসায় আলাদা থাকছেন মেহজাবিন। তবে এই সময়টাতে কেমন আছেন তিনি? এ নিয়ে মেহজাবিন বলেন, 'এখন পর্যন্ত ভালো আছি, কোনো সমস্যা দেখা দেয়নি। কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য কয়েক দিনের মধ্যে আবারো পরীক্ষা করব। দেখা যাক কী হয়! সবাই আমার জন্য দোয়া করবেন।'

লকডাউনের বন্দি সময়...

লকডাউনে আগে সর্বশেষ ১৮ মার্চ মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় 'কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া' নাটকে অভিয় করেছিলেন মেহজাবিন। তিন মাসেরও বেশি সময় গৃহবন্দিতে থেকেছেন। বেশি যে একঘেয়েমি সময় কেটেছে তার, এমনটি নয়। অনেকের মতো বিষিয়ে ওঠেনি তার বন্দি সময়। সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছেন। তিনি বলেন, 'নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করেছি। বাসাতেই পরিবারের সঙ্গে থেকেছি। সবাইকে সময় দিয়েছি। সবার সঙ্গে আড্ডা দেয়ার মধ্যে সময় কেটেছে। ঘরের কাজ করেছি। তাছাড়া পছন্দের রেসিপিগুলো শেখার মধ্যে রান্না করাটাও শিখেছি।

গত ঈদে প্রচারিত ১০ নাটক...

লকডাউনের কারণে নাটকের শুটিং বন্ধ থাকলেও গেল রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে মেহজাবিনের ১০টির মতো নাটক। নাটকগুলো থেকে ভালো সাড়াও পেয়েছেন। 'উপহার' ও 'ফটোফ্রেম' নাটক দুটিতে অভিনয়ের জন্য বেশি সাড়া পেয়েছেন। মেহজাবিন বলেন, 'রোজার ঈদের জন্য নতুন কোনো নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবুও ৯টি নাটক প্রচারিত হয়েছে। এ নাটকগুলোতে আগে অভিনয় করেছিলাম। নাটকগুলো থেকে ভালো সাড়াও পেয়েছি।'

ইউটিউব চ্যানেলে সরব...

করোনায় নিজের ইউটিউব চ্যানেলের জন্যও বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন মেহজাবিন। সেই কাজগুলোর জন্য তিনি বেশ সাড়াও পেয়েছেন। বলেন, 'করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করতে বাসায় বসে ভিডিও বানিয়েছি। মূলত প্রাথমিকভাবে আমাদের করণীয় সম্পর্কে ভিডিও তৈরি করে সেটি ইউটিউবে দিয়ে দিয়েছি। চ্যানেলটি নিয়ে ভালো কিছু পরিকল্পনা রয়েছে।'

করোনা সচেতনতায় মেহজাবিন...

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে অনেক তারকাই ভক্তদের উদ্দেশ্যে সচেতনমূলক বক্তব্য দিয়েছেন। ভক্তদের উদ্দেশে মেহজাবিন বলেন, 'বিশেষ কারণ ছাড়া বাসা থেকে বের হওয়া ঠিক নয়। ঘোরাফিরা করা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় এখন নয়। বাসা থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন। দূরত্ব বজায় রাখবেন। দিনে কয়েকবার ভালো করে হাত ধুয়ে ফেলুন। হ্যান্ড স্যানিটাইইজার ব্যবহার করুন।'

এখনো অনেক চরিত্র বাকি...

রোমান্টিক নাটকে বেশি দেখা গেলেও একই চরিত্রে নিজেকে আবদ্ধ রাখেননি। কখনো প্রেমিকা, কখনো ভিখারি, গার্মেন্ট শ্রমিক, পাগল, বয়স্কা নারী, প্রতিবাদী চরিত্রসহ অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন বারবার। ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। তারপরেও করা হয়নি অনেক চরিত্র আছে বলে জানালেন তিনি। মেহজাবিন বলেন, 'নাটকে এখনও অনেক ধরনের ক্যারেক্টার করা বাকি আছে। সেগুলো করতে চাই আগে। অপেক্ষায় আছি সেইসব চরিত্রগুলো নিয়ে।' তবে সেইসব চরিত্র নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই অভিনেত্রী।

নাটকে জুটি...

রোমান্টিক নাটকেই দর্শকরা মেহজাবিনকে বেশি পছন্দ করেন। জুটি বেঁধেছেন সময়ের প্রায় সব ছোটপর্দার নায়কের বিপরীতে। তবে প্রিয় বন্ধু কিংবা সহশিল্পী নিয়ে কোনো মন্তব্য করেননি। বলেন, 'মিডিয়ার কেউ আমার প্রিয় বন্ধু নন। আবার মিডিয়ায় আমার প্রিয় বন্ধু সবাই। সহশিল্পী হিসেবে যখন যার সঙ্গে কাজ করি তখন তাকেই কাছের মনে হয়েছে।'

এখনই নয় চলচ্চিত্রে...

নাটকে নিজের অবস্থান শক্ত হলেও শুধু ছোটপর্দা নিয়ে পড়ে থাকতে চান না। নাটকের প্রায় সব শিল্পীরই চলচ্চিত্র নিয়ে স্বপ্ন থাকে। এ নিয়ে মেহজাবিন বলেন, 'সাত আট বছর ধরেই সিনেমাতে অভিনয়ের ডাক পাচ্ছি। আমার মনে হয়, আমি নাটক করছি আর নাটকেই বেশি সময় দেয়া উচিত আরও। আগেই বলেছি, নাটকে অনেক ধরনের ক্যারেক্টার করা বাকি আছে। সেগুলো করতে চাই আগে। ভবিষ্যতে সিনেমা করব কি-না সেটা এখন বলা উচিৎ হবে না।'

শিল্পীর করণীয়...

এখন নাটকের মান নিয়ে প্রায়ই কথা শোনা যায়। বাজেট, গল্প, নির্মাণে দুর্বলতাসহ নানা অভিযোগে জর্জরিত টিভি নাটক। তবে শিল্পীরও কিছু করণীয় থাকে। এ নিয়ে মেহজাবিন বলেন, 'স্ক্রিপ্টে ডিফরেন্ট ক্যারেক্টার থাকলে নাটকেও ডিফরেন্ট ক্যারেক্টার আসবে। স্ক্রিপ্ট পছন্দ না হলে বড় জোড় কাজটি বাদ দিয়ে দেওয়া যায়। আমরা অনেক সময় চেষ্টা করি ছোট ছোট কিছু পরিবর্তন করে গল্পটিকে আরও ভালো করার। অন্য কোনো গল্পের সঙ্গে যেন এটা মিলে না যায় সেই চেষ্টা থাকে সব সময়। নাটকের পুরো টিমেরই চেষ্টা থাকে একটা ভালো কিছু করার।'

নাটকে সংকট ও সম্ভাবনা...

নানা সংকটে আমাদের টিভি নাটক। তারকারা এসব সংকট নিয়ে বহুবার বলেছেন। কিন্তু পরির্বতন হচ্ছে না। ক্রমশ যেন বাড়ছে। মেহজাবিন বলেন, 'নাটকে বাজেটের অত্যধিক গুরুত্ব। অনেক সময় বাজেটের উপর নাটকের মান নির্ভর করে। অনেক সময় প্রেসার নিয়ে কাজ করতে হয়। অল্প সময়ে ভালো কাজের চেষ্টা করতে হয়। আর সম্ভাবনার শেষ নেই। অনেক সংকটের মধ্যেও কাজ করছি আমরা। দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105976 and publish = 1 order by id desc limit 3' at line 1