নিষিদ্ধ জায়েদ খান

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
জায়েদ খান
স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগে চলচ্চিত্র পরিবার থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বুধবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়- পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট কেউ জায়েদের সঙ্গে কোনও কাজ করবেন না। এর আগে, জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের সাপেক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক সমিতির কার্যালয়ে ১৮ সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। প্রযোজক সমিতির সদস্য জায়েদের বিরুদ্ধে 'সংগঠনের স্বার্থবিরোধী কর্মকান্ডের' অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এদিকে এই সিদ্ধান্তকে পুরোপুরি অযৌক্তিক বলে দাবি করেছেন জায়েদ খান। তিনি মঙ্গলবার বিকালেই এন্ড্রু কিশোরের সমাধিতে যোগ দিতে রাজশাহীতে গিয়েছেন। সেখান থেকে তিনি বলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই নিরলসভাবে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করে আসছি।