পাল্টা অভিযোগ করলেন আম্বার হার্ড

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

তারার মেলা ডেস্ক
আম্বার হার্ড
২০১৭ সালে জনি ডেপ ও আম্বার হার্ডের দুই বছরের বিবাহিত জীবন শেষ হয় তিক্ততা দিয়ে। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সম্পর্কের ইতি টানেন আম্বার। পরের বছর ব্রিটেনের দ্য সান পত্রিকা জনির বিরুদ্ধে খবর ছাপে 'স্ত্রী নির্যাতনকারী' শিরোনামে। এরপর পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেন অভিনেতা। কিছুদিন ধরে লন্ডনের আদালতে চলছে মামলার শুনানি। গেল সপ্তাহে জনি বলেছিলেন, আম্বার তো নয়ই, জীবনে কোনো নারীর সইে খারাপ ব্যবহার করেননি তিনি। উল্টো আম্বারই তার গায়ে হাত তুলেছেন। সোমবার পাল্টা নিলেন আম্বার। গায়ে হাত তোলার পুরনো অভিযোগের সঙ্গে লিখিত বিবৃতিতে আদালতকে জানান, শুধু গায়ে হাত তোলা নয়, তাকে খুনের হুমকিও দিতেন জনি! 'আমাদের সম্পর্কের শেষ দিকে অনেকবারই সে খুনের হুমকি দিয়েছে। আকসার গায়ে হাত তুলেছে, চিৎকার করেছে, চড় মেরেছে, লাথি দিয়েছে,'। আদালতকে এভাবেই বলেন ৩৪ বছর বয়সি মডেল-অভিনেত্রী। একই সঙ্গে সাবেক স্বামীর গায়ে হাত তোলার অভিযোগও অস্বীকার করেন, 'আমি কখনো তার গায়ে হাত তুলিনি। তবে মাঝেমধ্যে মাথা ঠান্ডা রাখতে পারিনি- যা করেছি আত্মরক্ষার জন্য। এর বেশি কিছু নয়।' তিনি নির্যাতনের শিকার হলেও জনি তার 'ক্যারিসমা' ব্যবহার করে ঘটনা অন্য দিকে ঘুরিয়ে দিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।