এবার হানিফ সংকেতের মনের মতি মনের গতি

প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারও তার নাটকের ছন্দময় নাম 'মনের মতি-মনের গতি'। নাটকটিতে করোনাকালে একশ্রেণির সুযোগ সন্ধানী মানুষের দুর্নীতি এবং এদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি সামাজিক ও পারিবারিক নাটক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু, সুভাশিষ ভৌমিক, আনোয়ার শাহীসহ আরও অনেকে। নাটকের গল্প সম্পর্কে হানিফ সংকেত বলেন, 'আমাদের সমাজে একশ্রেণির মানুষ রয়েছে, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। এদের মতিগতি বোঝা কঠিন। তবে বিবেকের তাড়নায় কিংবা সৎসঙ্গের শুভ-জ্যোতিতে অনেকে ভালোও হয়ে যান। করোনার এই দুর্যোগের সময়ে দুই পরিবারের মাধ্যমে মানুষের মনের বিচিত্র মতিগতিকে তুলে ধরা হয়েছে। যা কখনও ইতিবাচক, কখনও নেতিবাচক।' নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন রাত ৮:২০ মিনিটে, এটিএন বাংলায়।