চলে গেলেন অভিনেতা সাত্তার

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
আশির দশকের সাড়া জাগানো অভিনেতা সাত্তার মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতু্যবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রয়াত অভিনেতার স্ত্রী কাকলী সাত্তার জানান, সন্ধ্যায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃতু্য হয়। সাত্তারের শেষ ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে গতকাল বুধবার তাকে দাফন করা হয়। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে সাত্তার প্রথম অভিনয় করেন ইবনে মিজানের 'আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী' ছবিতে। ১৯৮৪ সালে অংশ নেন 'নতুন মুখের সন্ধানে'। এরপর কাজ করেন কাজী হায়াতের 'পাগলী' ছবিতে। আজিজুর রহমানের 'রঙিন রূপবান' তাকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তার অভিনীত উলেস্নখযোগ্য সিনেমা হলো- রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপবান, সাত ভাই চম্পা, আলোমতি প্রেম কুমার।