বঙ্গবুন্ধকে নিয়ে নির্মিত নাটকে অভিনয় করা সৌভাগ্যের

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
কেয়া পায়েল
এবার ঈদ নাটকে হঠাৎ করেই আলোচনায় আসেন অভিনেত্রী কেয়া পায়েল। বিশেষ করে ঈদের খন্ড নাটকে তার উপস্থিতি ছিল দেখার মতো। তবে দর্শকের কাছ থেকে কেয়া অভূতপূর্ব সাড়া পেয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'অবুঝ মন', ইমরাউল রাফাত পরিচালিত 'বাঘের খাঁচা' এবং শহীদ উন নবী পরিচালিত 'কুফা' নাটকে অভিনয়ের জন্য। এর মধ্যে তিনি অভিনয় করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বিশেষ নাটক 'আমাদের খোকা'তে। গত ১১ ও ১২ আগস্ট রাজধানীর উত্তরাতে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন,'সত্যি কথা বলতে, বঙ্গবুন্ধকে নিয়ে নির্মিত নাটকে অভিনয় করা সৌভাগ্যের ব্যাপার। এতে আমি 'বকুল' চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল। ফলে এতে অভিনয়ের জন্য আমাকে আটঘাট বেঁধে প্রস্তুতি নিতে হয়েছে। তাছাড়া পুরো নাটকে আমি মেকাপ ছাড়া অভিনয় করেছি।' কেয়া আরও বলেন, 'আমি যথাসাধ্য চেষ্টা করেছি বকুল চরিত্রটি ফুটিয়ে তুলতে। এবারের শোক দিবসে বিশেষ নাটকের তালিকায় আমার নাটকটিও থাকবে। বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।' কেয়া পায়েল জানান, আগামী ১৫ আগস্ট শোক দিবসে বাংলা ভিশনে নাটকটি প্রচার হবে। এদিকে আগামী ১৭ আগস্ট থেকে কেয়া পায়েল ২৬ পর্বের ধারাবাহিক নাটক 'জীবন এত ছোট কেন'রে শুটিং শুরু করবেন। টানা এগারো দিন তিনি এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নেবেন। এটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুল। এর পরপরই তিনি ইমরাউল রাফাতের নির্দেশনায় কয়েকটি খন্ড নাটকের কাজ করবেন। কেয়া পায়েল জানান, এখন থেকেই তিনি ভালো ভালো গল্পের নাটকের প্রতি মনেযোগ দেবেন তিনি। অভিনয়ে অভিষেক হওয়ার অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে এসেছেন 'ইন্দুবালা' সিনেমা'খ্যাত অভিনেত্রী কেয়া পায়েল। এবারের ঈদে তাকে ১৪টি খন্ড নাটকে এবং তিনটি সাত পর্বের ঈদ ধারাবাহিকে অভিনয়ে দেখা গেছে। খন্ড নাটকগুলো হচ্ছে মোস্তফা কামাল রাজের 'অবুঝ মন', ফুয়াদের 'শর্ত প্রযোজ্য', ইমরাউল রাফাতের 'বাঘের খাঁচা', গোলাম সোহরাব দোদুলের 'সাইলেন্ট জোন', জুঁই হাসানের 'এক দফা এক দাবি', অলোক হাসানের 'ইয়ে করে বিয়ে','প্রবলেম টু পয়েন্ট ফাইভ', 'চিলে কোঠার বাদশা', মেহেদী হাসান হৃদয়ের 'কোয়েশ্চেন', শহীদ উন নবী'র 'কুফা জয়নাল', হাসান রেজাউলের 'হয়তো তোমারই জন্য' ইত্যাদি। সাত পর্বের ধারাবাহিকের মধ্যে রয়েছে শামীম জামানের 'ট্র্যাম্প কার্ড', গোলাম সোহরাব দোদুলের 'বনভোজন' এবং জাহিদ হাসানের 'বুড়া জামাই'। নাটকগুলোতে তার বিপরীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, মনোজ প্রামাণিক, জোভান, ইরফান সাজ্জাদ, ফারহান, শাওন। এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, 'আমি ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করেছি। পারিশ্রমিক আমার কাছে মুখ্য ছিল না, ভালো গল্প, ভালো চরিত্র এবং নাটকগুলোতে নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলাই ছিল আমার সর্বোচ্চ চেষ্টা।'