বলিউডে বাড়ছে বাঙালি তারকাদের আধিপত্য

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

তারার মেলা ডেস্ক
উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড। একটা সময় তেলেগু আর হিন্দি ভাষাভাষী ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কেউ কাজ পেত না। হাতেগোনা দুই একজন বাঙালি সুযোগ পেলেও প্রধান চরিত্রে তাদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। তবে সময় পাল্টেছে। নিজেদের মেধা ও অভিনয় দক্ষতায় এখন বাঙালি তারকারা হরহামেশাই বলিপাড়ায় কাজ করছেন। এমনিক বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও বলিউড পরিচালকরা আলাদাভাবে গল্প তৈরি করছেন। ফলে বিভিন্ন সময়ই অনেক বাঙালি অভিনেতা-অভিনেত্রী তাদের অভিনয়ের জাদু দেখিয়েছেন বলিউড সিনেমাতে। তবে চলতি বছর যেন এর মাত্রা ক্ষাণিকটা বেড়ে গেছে। এর কারণ হিসেবে বলা যায়, অনলাইন পস্নাটফর্মের আবেদন। করোনা ভাইরাসের কারণে বর্তমানে প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় ছবি মুক্তি পাচ্ছে ওটিটি পস্নাটফর্মগুলোতে। আর এই পস্নাটফর্মে বেশিসংখ্যক দর্শক ধরার বিষয়টি থাকায় বলিউডের তারকাবহুল ছবিতেও তাই জায়গা করে নিচ্ছেন আঞ্চলিক ভাষার সিনেমা তারকারা! তারই ধারাবাহিকতায় বাঙালি তারকারাও আগের তুলনায় বেশি করে জায়গা করে নিচ্ছেন হিন্দি ভাষার সিনেমা কিংবা ওয়েব সিরিজগুলোতে। চলতি বছরে ওটিটি পস্নাটফর্মে মুক্তি পাওয়া ছবিগুলো বেশ দর্শক সমাদৃতও হচ্ছে। আট বছর আগে সুজয় ঘোষের 'কাহানি' সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক করেছিলেন ভারতীয় বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় সবাইকে মুগ্ধ করেছিল তার অভিনয়। এরপর তাকে 'গ্যাং অব ঘোস্ট' এবং 'ইয়ারা সিলি সিলি' এর মতো সিনেমাতে অভিনয় করতে দেখা গেলেও ছবিগুলো তেমন একটা হিট হয়নি। তবে ২০১৮ সালে আনুশকা শর্মার বিপরীতে 'পরি' সিনেমাটিতে অভিনয় করে আবারও আলোচনায় আসে এই অভিনেতা। এরপর চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত 'বুলবুল' সিনেমাটি। যা বেশ দর্শক সমাদৃত হয়েছে এবং একই সঙ্গে তার অভিনয় নজর কেড়েছে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও। কলকাতার সিনেমায় স্বস্তিকা মানেই যেন অন্যরকম আলোচনার বিষয়বস্তু। তবে বলিউড সিনেমায় খুবই সাধারণ চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। ওটিটি পস্নাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'পাতাল লোক' এ খুব অল্পসময়ের জন্য দেখা গেলেও তার অভিনয় বেশ ব্যতিক্রমী। অন্যদিকে 'দিল বেচারা' সিনেমায় একজন মায়ের চরিত্রও বেশ সুন্দর ফুটিয়ে তুলেছিলেন এই বঙ্গ ললনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, 'পাতাল লোকা' দিয়ে যেই সূচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম 'দিল বেচারা' ছবিতে। তবে ছবিটি যে এত আলোচনায় আসবে সেটা কল্পনাতেও ছিল না। এদিকে এই ছবির নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃতু্যর পর ছবিটি নিয়ে ব্যাপক হইচই হচ্ছে। অনেকেই বলিউডে স্বজনপোষণের বিষয়টি সামনে এনেছেন। স্বস্তিকাও তার ব্যতিক্রম হননি। বিদ্যা বালান অভিনীত 'কাহানি' ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে শ্বাশত চ্যাটার্জিকে দেখা গেলেও, রণবীর কাপুরের 'জজ্ঞা জাসুস' সিনেমাতে বেশ সাধারণভাবেই দেখা গিয়েছিল। তবে সম্প্রতি তিনি মন কেড়েছেন 'দিল বেচারা' সিনেমায় কিজির বাবার চরিত্রে। ক্যান্সার আক্রান্ত একজন সন্তানের বাবা কতটা অসহায় হতে পারে তা পর্দায় বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। অপরদিকে বলিউডের সঙ্গে জিশু সেনগুপ্তের পথ চলা অনেক দিনের। বলিউডের সিনেমা পর্দায় বহুবারই দেখা মিলেছে এই অভিনেতার। বারফি, মারদানি, মারদানি ২, পিকু, মণিকর্নিকাসহ আরো অনেক সিনেমায় দেখা মিলেছে এই অভিনেতার। শোনা গেছে, বলিউডে তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে মহেশ ভাট পরিচালিত সিনেমা 'সাদাক-২'। যা চলতি মাসেই অনলাইনে মুক্তি পাচ্ছে। পাওলি দাম বলিউডে 'হেইট স্টোরি' এর মতো সিনেমাতে অভিনয় করে অভিষেক করলেও সেসময় তার অভিনয়ের জাদুতে অনেকেই পটেছেন। তবে সম্প্রতি তার অভিনীত 'বুলবুল' ও 'কালী' সিনেমাটি যেন প্রশংসার অন্যতম পর্যায়ে চলে গেছে। এদিকে শুধু যে বাঙালি তারকারাই বলিউডে অভিনেয় করছেন তা কিন্তু নয়। বলিউডের অনেক নামিদামি তারকারাও বাংলা ভাষায় অভিনয় করছেন।