দম ফেলার ফুরসত নেই তাসনিয়া ফারিণের

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রায়হান রহমান
তাসনিয়া ফারিণ
টিভি নাটকের উদীয়মান তারকা তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয়ে দর্শকের মনে জায়গা পেয়েছেন অল্প দিনেই। নাটক নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে বহুগুণে। ফলে সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ফারিণের ব্যস্ততাই বেশি। কখনো দস্যি মেয়ে, কখনো বোঁকা-সোকা প্রেমিকা আবার কখনো বড়লোক বাপের অহঙ্কারী মেয়ে হয়ে পর্দায় হাজির হোন তিনি। বাদ যায়নি রোমান্টিক ঘরানার নাটকও। গত ঈদে দুই ডজনের মতো নাটকে কাজ করেছেন ফারিণ। ঈদ শেষে একই ধারাবাহিকতায় ফিরেছেন কাজে। আজকে উত্তরা তো কাল পুবাইল, এভাবেই যাচ্ছে ফারিণের শিডিউল। এক কথায় দম ফেলার ফুরসত নেই ছোট পর্দার এই অভিনেত্রীর। এরই মধ্যে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় 'ট্রল', অঞ্জন আইচের পরিচালনায় 'মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা'র নাটকের কাজ শেষ করেছেন। আগামীকাল থেকে মেহেদী হাসান জনির নির্দেশনায় আরেকটি খন্ড নাটকের কাজ শুরু করার কথা রয়েছে ফারিণের। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ইরফান সাজ্জাদ। ফারিণের ব্যস্ততা এখানেই শেষ নয়। গোলাম সোহরাব দোদুল, জাকারিয়া সৌখিন, জুলফিকার ও এস আর মজুমদারের নাটকে অভিনয় করবেন আগামী সপ্তাহ থেকে। এসব নাটকে তার বিপরীতে দেখা যাবে অপূর্ব, তৌসিফ মাহবুব, শাওন, মিশু সাব্বিরকে। ফারিণের ভাষ্য মতে 'এই সপ্তাহে অনেকগুলো নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে 'মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা' ও 'ট্রল' অন্যতম। দুটি নাটকেরই গল্প ভিন্ন ধাঁচের। কিছুটা হাস্যরসের ব্যবস্থাও আছে এতে। নাটক দুটি দেখে এই সংকটকালীন সময়ে দর্শক কিছুক্ষণের জন্য হলেও মজা পাবেন।' শতাধিক খন্ড নাটকে অভিনয় করলে এখন পর্যন্ত এ অভিনেত্রী ধারাবাহিকে দেখা যায়নি। এ প্রসঙ্গে ফারিণ বলেন, 'বর্তমানে আমি খন্ড নাটকের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে, ধারাবাহিকের জন্য নির্দিষ্ট সময় বের করতে পারছি না। তবে ভবিষ্যতে ধারাবাহিকে কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ তো করবই। তাছাড়া এখনকার সময় বেশির ভাগ ধারাবাহিকেরই ধারাবাহিকতা থাকে না। ফলে দর্শক খন্ড নাটকের দিকেই বেশি ঝুঁকে। আমাদেরও সে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হয়।' ফারিণ আরও বলেন, 'এরই মাঝে একটি ধারাবাহিকে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। এতে কাজের ইচ্ছেও ছিল। কিন্তু সেই সময় আমার পরীক্ষা চলায়, আর কাজ করা হয়নি। তা না হলে হয়তো এতদিনে ভালো একটি ধারাবাহিকে হলেও কাজ করা হতো আমার।' এদিকে গত ঈদে ফারিণ অভিনীত বেশ কয়েকটি নাটক আলোচনায় এসেছে। তার মধ্যে 'জানবেনা কোনদিন', 'মাস্ক', 'যে শহরে টাকা ওড়ে' অন্যতম। ফারিণ ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় তিনি খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে গানে তালিম নিয়েছেন। পরবর্তী সময়ে নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীতে ডিপেস্নামা কোর্স সম্পন্ন করেন।