বহুমাত্রিক এক বাবু

নাটক ও চলচ্চিত্রের আলোচিত এক নাম ফজলুর রহমান বাবু। যিনি ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে বরাবরই যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু অভিনয়েই নন, এই গুণী শিল্পী তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন গানের জগতেও। তাইতো তার নামের আগে অভিনেতার পাশে যোগ হয়েছে কণ্ঠশিল্পী। অনেকেই তাকে শোবিজের অলরাউন্ডার বলেও খেতাব দিয়েছেন। গান, অভিনয়সহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ০০:০০

মাসুদুর রহমান
ফজলুর রহমান বাবু
ফিরিনি আগের গতিতে... করোনার পর অভিনয়ে ফিরে অনেকেই নিয়মিত হয়ে পড়ছেন। আবার আগের মতো ব্যস্ত সিডিউলে দিন পার করছেন শুটিংয়ে। কিন্তু বাবু এখনো আগের গতিতে ফিরেননি। ঈদুল আজহার আগেও কয়েক ডজন নাটকের চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছিলেন। খুব কম কাজ করছেন। বলেন, 'অভিনয়ে আগের মতো নই। নিয়মিত, আবার অনিয়মিত। প্রস্তাব আসছে অনেক কিন্তু কাজ করছি খুবই কম। একটু বুঝেশুনে কাজ করছি। যেগুলো করছি তা আগে কথা দেওয়া ছিল। করোনার পর মাত্র ৬/৭টি নাটক করা হয়েছে।' গানের শিল্পী বাবু... গানের শিল্পী হিসেবে বাবুর পরিচয়টি নেহাত কম নয়। অভিনেতার পাশে কণ্ঠশিল্পী বিশেষণ লাগালেও ভুল হবে না। এ পর্যন্ত তার গাওয়া প্রায় গানই জনপ্রিয়তা পেয়েছে। মাঝে-মধ্যে বিজ্ঞাপনেও কণ্ঠ দেন এই গুণীশিল্পী। কয়েকদিন আগেও করোনায় সচেতনতা নিয়ে একটি জিঙ্গেল করেন। বলেন, 'গান নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। গান করা হয় অনুরোধে। দর্শক-শ্রোতারা পছন্দ করেন, বিভিন্ন কোম্পানিও চায়। প্রস্তাব ভালোই আসে কিন্তু সব প্রস্তাবেই রাজি হই না। এ পর্যন্ত আমার গাওয়া প্রায় গানই দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন। তাই গান করলে দর্শকের চাহিদানুযায়ী গানই করব।' সিনেমার গানে... 'মনপুরা' ছবিতে কণ্ঠ দেওয়ার মাধ্যমেই আলোচনায় আসেন বাবু। গিয়াস উদ্দীন সেলিমের এই ছবিতে তিনি দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর ১০ থেকে ১২টি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। বাবু বলেন, "সিনেমার গানে প্রথম কণ্ঠ দিই 'মনপুরা' সিনেমায়। এর আগে মঞ্চে গাইতাম। পরে আমি হুমায়ূন আহমেদের 'ঘেটুপুত্র কমলা' সিনেমায় ৫টি গানে কণ্ঠ দিই। সব মিলিয়ে ১০-১২টির মতো সিনেমায় কণ্ঠ দেওয়া হয়েছে। পরিচালকদের অনুরোধে সিনেমার গান করা হয়ছে।" বঙ্গবন্ধুকে নিয়ে গান... বাবু প্রথম একক মিউজিক অ্যালবাম 'ডুবাডুবি' বের করেন ২০০৯ সালে। এছাড়াও ২০০৮ সালে 'মনচোরা' নামক একটি মিক্স অ্যালবামে তিনি চারটি গান গেয়েছেন। 'কৃষ্ণকুমারী' তার অপর একটি মিক্সড অ্যালবাম। তার ঝুলিতে থাকা গানগুলো প্রশংসিত হওয়ার পাশাপাশি গুরুত্বও রয়েছে। এবার গুরুত্ব বাড়ল আরেক ধাপ। বাবু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গেয়েছেন। নির্মাণাধীন '১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি' সিনেমার জন্য একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। বাবু বলেন, 'এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে কাজ করিনি। অভিনয় করব না জানানোর পর নির্মাতা অনুরোধ করলেন একটি গান গেয়ে দেওয়ার জন্য। যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে গান, তাই আর না করতে পারিনি। গানটি গেয়েও ভালো লেগেছে। এক গানের ভেতর বঙ্গবন্ধুর পুরো জীবনের বর্ণনা দেওয়া হয়েছে।' সাড়ে ৮ মিনিটের গান... 'মুজিব' শিরোনামের গানটিতে সুর করেছেন সুমন কল্যাণ। গানের কথা লিখেছেন সুদীপ কুমার। '১৯৭৫' সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ। গানটির বৈশিষ্ট্যের কথা জানাতে গিয়ে এই অভিনেতা ও কণ্ঠশিল্পী বলেন, 'সাড়ে আট মিনিটের লম্বা গান। অনেকটা পুঁথি বর্ণনার ধরনে গানটির সুর। লোকজ সুরের ওপর কথা। বায়োস্কোপের ভেতর গানটি চলবে। শিশুরা বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখতে পাবে।' পরিকল্পনা নেই পরিচালনার... বাবুর অভিনয় শুরু হয়েছিল মঞ্চ দিয়ে। এরপর টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়েন। অসখ্য নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। অভিনয় ও গানে গ্রহণযোগ্যতা পেলেও কখনো পরিচালনা করেননি বাবু। যদিও পরিচালনার প্রস্তাব পেয়েছেন বহুবার। কিন্তু পরিচালনা নিয়ে তার কোনো পরিকল্পনাও নেই। বলেন, 'পরিচালনা করার ইচ্ছে কখনো হয়নি। ভবিষ্যতেও এ কাজটি করার ইচ্ছে নেই। আমি অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।' স্বাচ্ছন্দ্যের জায়গা... মঞ্চ, টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্র সব মাধ্যমেই অভিনয় করেন বাবু। এসবের পাশাপাশি গানেও সময় কাটে এই অভিনেতার। সব মাধ্যমে সরব হলেও তার স্বাচ্ছন্দ্যের জায়গা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'গান করি শখের বশে, অন্যের অনুরোধে। কিন্তু অভিনয়ই আমার সব। এটা আমার পেশা এটাই আমার নেশা। অভিনয় থেকেই আজকে আমি ফজলুর রহমান বাবু। আমৃতু্য অভিনয় করে যেতে চাই। বেড়েছে চলচ্চিত্রের ব্যস্ততা... টেলিভিশন নাটকে ফজলুর রহমান বাবুর ব্যাপক চাহিদা থাকলেও গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে তিনি চলচ্চিত্রে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, 'গত দুই বছর ধরে আমি চলচ্চিত্রে বেশি সময় দিচ্ছি। করোনার এই সময়েও ৫-৬টি সিনেমার প্রস্তাবও পেয়েছি। কিন্তু পরিস্থিতির কারণে করা হয়নি। কয়েক বছর ধরে চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় নাটক খুব কম করা হচ্ছে। মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র... করোনায় আটকে আছে মুক্তির অপেক্ষায় থাকা তারকাবহুল অনেক ছবি। সিনেমা হল বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে ছবিগুলো। অপেক্ষার সেই তালিকায় রয়েছে অভিনেতা ফজলুর রহমান বাবুর একাধিক ছবি। তিনি বলেন, 'গিয়াসউদ্দীন সেলিমের 'পাপপুণ্য', চয়নিকা চৌধুরীর 'বিশ্ব সুন্দরী', সুমিতের 'নোনা জলের কাব্য', ফেরদৌসের প্রযোজনায় 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'সহ বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরও কিছু ছবিতে কাজ শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি। করোনায় সবকিছু এলোমেলো হয়ে গেছে।' প্রাপ্তির অপ্রাপ্তি... বাবুর ভক্তরা মনে করেছিলেন তৌকীর আহমেদ পরিচালিত 'অজ্ঞাতনামা' ছবিটির জন্য তাকে সেরা অভিনেতার পুরস্কার দেয়া উচিত ছিল। কেননা তার চরিত্রটি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে কেউ সেটি অভিনয়ের চোখে না দেখে বাস্তবেই নিয়েছেন। এই ছবিটির জন্য পুরস্কার না দেওয়ায় অনেকে আক্ষেপও করেন। আক্ষেপ ছিল বাবুরও। বলেন, 'অজ্ঞাতনামা যে বছর করেছিলাম ওই বছরই অজ্ঞাতনামার জন্য পুরস্কার পাবার কথা ছিল। যারা ছবিটি দেখেছেন একশত ভাগই একমত পোষণ করেছেন। তবে সেই পুরস্কারটি অন্য ছবিতে এসেছে।'