নতুন রূপে অরুনা বিশ্বাস

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
অরুনা বিশ্বাস
অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক অরুনা বিশ্বাস অভিনয়েই বেশি নিয়মিত। মাঝে মধ্যে নির্মাণেও তাকে দেখা যায়। দু'বছর আগে সর্বশেষ একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি। এর মধ্যে নাটক নির্মাণের তেমন কোনো সুযোগ হয়ে উঠেনি আর। কারণ অভিনয়ের পাশাপাশি আওয়ামী রাজনীতিতে এখন বেশ সক্রিয় তিনি। এক সপ্তাহ আগে অরুনা বিশ্বাস কানাডা থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেও তিনি রাজনীতিতেই সময় দিচ্ছেন বেশি। বুধবার সকালে তিনি রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা সভায় অংশ নেন। অরুনা বিশ্বাস জানান, চলতি মাসের মাঝামাঝিতে তিনি প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার নিজের রচনা ও পরিচালনায় তিনি নির্মাণ করবেন মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের চলচ্চিত্র 'এক আজলা আগুন'। অরুনা বিশ্বাস জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের গল্প নিয়েই মূলত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেসব মেয়েদের সন্তানদের পিতৃ পরিচয় ছিল না এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাদের পিতার পরিচয়ের ক্ষেত্রে নিজের নামের কথা এবং ৩২ নম্বর বাড়িই হবে তাদের ঠিকানা এই বিষয়টিই মূলত অরুনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তুলে ধরা হবে বলে জানান অরুনা বিশ্বাস। অরুনা বিশ্বাস বলেন, 'আমি নিজেই এই চলচ্চিত্রের গল্প রচনা করেছি। এখনো শিল্পী নির্বাচন সম্পন্ন হয়নি। তবে অভিনয়ে সিদ্ধহস্ত এমন শিল্পী নিয়েই কাজ করব। কারণ যদিওবা চলচ্চিত্রটির দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। কিন্তু এই তিন মিনিটে আমি অনেক কিছুই বলার চেষ্টা করব। আমার ওপর পূর্ণ আস্থা রেখে যারা কাজটি দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অভিনয় আমার পেশা, ভালোবাসা। এটাও সত্যি এমন এমন সব গল্প ভাবনায় আসে- যা নির্মাণ করতে আমি নিজেই ভেতর থেকে অনেক অনুপ্রাণিত হই। অনেক সময়ই বাজেটের কথা চিন্তায় রেখে কাজ করা হয়ে উঠে না। আবার অনেক সময় পরিস্থিতিও অনুকূলে থাকে না, যে কারণে নির্মাণে আমার ধারাবাহিকতা নেই। তবে একজন নির্মাতা হিসেবে আমি আমার বিচক্ষণতা রাখার চেষ্টা করি নির্মিত কাজে। অভিনয়ে এবং নির্মাণে অনেক বড় অনুপ্রেরণা আমার বাবা অমলেন্দু বিশ্বাস এবং মা জ্যোৎস্না বিশ্বাস। তাদের কারণেই পৃথিবীতে আসা, এই পৃথিবীর আলোর মুখ দেখা। তাদের কারণেই কিন্তু আমি আজকের অরুনা বিশ্বাস। আর যার ছায়াতলে, যার আশীর্বাদে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টায় এখনো ব্রত আমি তিনি আমাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এই দেশকে, দেশের মানুষকে ভালোবেসে দিন রাত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। সবসময়ই প্রার্থনা করি, তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন, আমাদের মাঝে থাকেন।' এদিকে দ্বিতীয়বারের মতো সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন অরুনা বিশ্বাস। গত ৬ ফেব্রম্নয়ারি তিনি পরবর্তী এক বছরের জন্য পুনঃনিয়োগ পান। অরুনা বলেন, দেশ গঠনে সিনেমা যেন সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে সেই বিষয়টি মাথায় রেখেই তিনি কাজ করছেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অরুনা বিশ্বাস অভিনীত এম রাহিম পরিচালিত 'শান' সিনেমাটি। এতে তিনি পূজা চেরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।