সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আকবরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারার মেলা রিপোর্ট শারীরিকভাবে অসুস্থ কণ্ঠশিল্পী আকবরকে দ্বিতীয়বারের মতো অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার যাবতীয় খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এখন থেকে সেখানে তিনি সারাজীবন 'বিনামূল্যে' সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কণ্ঠশিল্পী আকবর ডায়াবেটিস ও কিডনি রোগ ছাড়াও বিরল চর্মরোগে ভুগছেন। কিছুদিন আগেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হতে হয়েছিল তাকে। এখন কিছুটা সুস্থ এই গায়ক। ২২ বছরে চ্যানেল আই তারার মেলা রিপোর্ট আজ ১ অক্টোবর ২২ বছরে পা দিল দেশের আলোচিত স্যাটেলাইট টিভি স্টেশন চ্যানেল আই। প্রতি বছর এই দিনে মুখরিত থাকে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনের আনন্দে। থাকেন চ্যানেল আই পরিচালনা পরিষদের সব সদস্যরা। যোগ দেন দেশের বিভিন্ন অঙ্গনের সেরা মানুষরা। এবারও চ্যানেল আই পরিবারের সবার হৃদয়ে একই উচ্ছ্বাস। কিন্তু এবার চ্যানেল আই প্রাঙ্গণে তার ছিটেফোটা নেই। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালনা পরিষদের সব সদস্যের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। বলছেন, 'বাইশে চ্যানেল আই, সামনে এগিয়ে যাই।' চ্যানেল আই ২২ বছরে পথচলার শুভলগ্নের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ ক্রোড়পত্রের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পত্রিকা ও মিডিয়ার সঙ্গে তার ও তার পরিবারের সম্পর্ক উলেস্নখ করে একটি দীর্ঘ লেখা দিয়েছেন। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক বার্তাপ্রধান শাইখ সিরাজ। 'বাঙালির যাপিত জীবনে এক নন্দিত আলেখ্যেরই মূর্ত প্রকাশ' শিরোনামে একটি লেখা লিখেছেন শামসুজ্জামান খান। সারা পৃথিবীই সীমিত করেছে সবকিছু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালাও সাজিয়েছে চ্যানেল আই। করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী তারার মেলা ডেস্ক ফের টালিগঞ্জে থাবা বসাল করোনা। কোভিড-১৯ এ আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কোয়েল মলিস্নক, রঞ্জিত মলিস্নক, নিসপাল সিং রানের পর রাজ চক্রবর্তী। টলিউডে একের পর এক অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। কোয়েল মলিস্নক এবং রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বর্তমানে তারা ফের শুটিং শুরু করেছেন। 'করোনা লুকিয়ে রাখার বিষয় নয়। তাই রোগের কথা লুকিয়ে না রেখে, প্রত্যেকে সচেতন থাকুন' বলে আহ্বান করেন তারকারা। বড়পর্দার পাশাপাশি কলকাতার ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। নির্দিষ্ট নিয়ম মেনে শুটিং শুরু করলেও মাঝে মধ্যেই কোভিড হানা দিচ্ছে রূপালি পর্দার মানুষ ও পরিবারকে। নুসরাতকে খুনের হুমকি তারার মেলা ডেস্ক একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। যে ভিডিওতে মাতৃপক্ষের সূচনায় দেবী দুর্গার বেশে ধরা দিয়েছিলেন তিনি। কিন্তু শুভেচ্ছা তো দূর, পালটা নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখেই পড়তে হয় তাকে। এমনকি খুনের হুমকিও পাচ্ছেন নুসরাত। তাই নিজের শুটিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তার আরজি জানিয়েছেন তিনি। কখনো মাতৃসুলভ চাহনি, আবার কখনো দুষ্টের দমনে হাতে ত্রিশূল নিয়ে দেখা গেছে অভিনেত্রীকে। যা দেখে এক নেটজনতার মন্তব্য, 'মা দুর্গার তো কখনো এরকম লাস্যময়ী রূপ দেখিনি, ভিডিও পোস্ট করার আগে কি আপনি ঠিক করে দেখেননি?' আবার 'বিজ্ঞাপনী প্রচার তো করছেন না.. সত্যিই আপনাকে দেখে নাচ ভুলে যাব মনে হচ্ছে।' এহেন মন্তব্যও করেছেন অনেকে। নুসরাত কেন ইংরেজিতে 'শুভ মহালয়া' লিখেছেন, সেই প্রশ্ন তুলেও কটাক্ষ করেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা নতুন কিছু নয়। এ ধরনের আক্রমণে এক প্রকার অভ্যস্তই হয়ে পড়েছেন তারকারা। কিন্তু দুর্গা রূপে ধরা দেওয়ায় শুধু কটাক্ষেই বিষয়টি আটকে থাকে না। মুসলিম হয়ে মা দুর্গা সাজায় একদল কট্টরপন্থী তাকে খুনের হুমকিও দিতে শুরু করে বলে জানান নুসরাত। তারা কমেন্ট বক্সে লেখে, 'তোমার মৃতু্যর সময় ঘনিয়ে এসেছে। আলস্নাহকে ভয় করো। নিজের শরীর ঢেকে রাখতে পার না ছি ছি।' এরপরই তাই লন্ডনে শুটিং করতে গিয়ে খানিকটা চিন্তাতেই পড়ে ছিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রের কাছে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। পররাষ্ট্র মন্ত্রণালয়েও গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। বিদেশে যাতে শুটিং করতে গিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়, সেই কারণেই আরজি জানান নুসরাত। শোনা যাচ্ছে, তার অনুরোধের ভিত্তিতে লন্ডনের ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলছে নয়া দিলিস্ন। তাই অভিনেত্রীর চিন্তার কোনো কারণ নেই।