সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চলে গেলেন সর্বকালের সেরা গিটারিস্ট তারার মেলা ডেস্ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন এক সময়ের মাইকেল জ্যাকসনের সহশিল্পী বিশ্বখ্যাত এই গিটারিস্ট। সংগীতজ্ঞ ভ্যান হ্যালেন ছিলেন একাধারে গীতিকার, প্রযোজক ও উদ্ভাবনী গিটারিস্ট। ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে তার জন্ম। ১৯৭২ সালে আমেরিকান রক ব্যান্ড 'ভ্যান হ্যালেন'র সহ-প্রতিষ্ঠাতা তিনি। তার সঙ্গে ছিলেন তার ভাই ও ড্রামার অ্যালেক্স ভ্যান হ্যালেন, ব্যাসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ। দু'হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করার জন্য তিনি অসম জনপ্রিয় ছিলেন। ২০১২ সালে 'গিটার ওয়ার্ল্ড' ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জামিন পেলেন রিয়া তারার মেলা ডেস্ক অবশেষে মাদক মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে আদালতে। এদিন ১ লাখ টাকার বন্ডে আদালতে জামিন পান রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে। থানায় জমা রাখতে হবে পাসপোর্টও। গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে হলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের। মঙ্গলবার মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করেছিল।