অপণার্ যখন কৃষ্ণকলি

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তারার মেলা রিপোটর্
গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপণার্ ঘোষ। তার অভিনীত সবের্শষ আলোচিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। তবে বতর্মানে ছোটপদার্র ব্যস্ত তিনি। অপণার্ অভিনীত ইমরাউল রাফাত পরিচালিত ‘সিনেমাটিক’, আরবি প্রীতম পরিচালিত ‘সেমি করপোরেট’ এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘গোল্ডেন ভাই’ ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। অপণার্ স¤প্রতি ‘কৃষ্ণকলির আত্মত্যাগ’ নামের নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করলাম। নাটকটি রচনা করেছেন ইউসুফ বাশার এবং নিমার্ণ করেছেন শ্রাবণ চক্রবতীর্ দিপু। নাম ভ‚মিকায় অভিনয় করেছি আমি। এতে আমার বিপরীতে সজল ভাই অভিনয় করেছেন। এ ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু ও নাট্যরচয়িতা নিজেও।’