তাপসীর ‘মনমজির্য়া’

বতর্মান সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন তাপসী পান্নু। তারকার সন্তান না হয়েও বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নিজস্ব মেধা আর রূপ মাধুযের্্যর গুণে। আগামীকাল ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘মনমজির্য়া’। ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘মুল্ক’ আর এবার ‘মনমজির্য়া’। এই ছবি ও তার বিভিন্ন বিষয় নিয়ে তারার মেলার এই আয়োজনÑ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বলিউডের গুণী নিমার্তা অনুরাগ কাশ্যপ পরিচালিত মনমজির্য়া ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল। এ ছবিতে তাপসী পান্নুর চরিত্রের নাম রুমি। নিজের চরিত্রটি নিয়ে তাপসী বলেন, ‘আমি ৭০ ভাগ রুমির মতো। আমিও মনের কথা শুনি। আমি আমার ক্যারিয়ারের সব সিদ্ধান্ত নিজেই নিই।’ তাহলে কি নিজের মনের কথা শুনেই সিনেমায় আসা? তাপসী বললেন, ‘একদমই না। আমি কোনো দিন অভিনেত্রী হতে চাইনি। ইচ্ছা ছিল প্রকৌশলী হব। কিন্তু কলেজজীবনে হাতখরচের জন্য মডেলিং করা শুরু করি। সেই থেকে ধীরে ধীরে এই জগতে চলে আসি।’ ‘মনমজির্য়া’ ছবিতে আপনি আপনার নিজের মনের কথা কতটা শুনে চলেন জানতে চাইলে তাপসী বলেন, ‘আমি নিজের মনের কথা শুনেই চলি। জীবনের সব ক্ষেত্রে আমি মনের কথা শুনে চলি। আপনার মন যদি না চায়, তাহলে সেই কাজ না করা উচিত। আমি খুবই আবেগপ্রবণ। আর আমি জীবনের সব সিদ্ধান্ত আবেগের সঙ্গে নিয়েছি। আমি যেটা করতে চেয়েছি, সেটাই করেছি। আমি সবকিছু হৃদয় থেকেই করি।’ এই ছবিতে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তাপসী বলেন, ‘দুজনই খুব ভালো মানুষ। তাদের সঙ্গে কাজ এক দুদার্ন্ত অভিজ্ঞতা। মনে হচ্ছিল, সেটে নতুন এনাজির্ চলে এসেছে। এই ছবিতে আমি প্রথমবার অনেকের সঙ্গে কাজ করলাম। প্রযোজক আনন্দ এল রাই, পরিচালক অনুরাগ কাশ্যপ, সহ অভিনেতা অভিষেক, ভিকি, এমনকি এই ছবির লেখকও আমার কাছে প্রথম। তাই এই সব প্রতিভাবান মানুষের সঙ্গে প্রথমবার কাজ করার মজাই আলাদা।’ অনুরাগ কাশ্যপ পরিচালক ও আনন্দ এল রাই প্রযোজক। এই জুটি সম্পকের্ তাপসী বলেন, ‘এই জুটি দেখেই আমি ছবিটা করতে আরও উৎসাহিত হই। একদম অন্য ধারার জুটি। তার ওপর অনুরাগ কাশ্যপের আবার প্রেমের ছবি। ছবির চিত্রনাট্য পড়েই আমার দারুণ লাগে। তারপর আনন্দ জানালেন যে উনি ছবিটা অনুরাগকে দিয়ে পরিচালনা করাবেন। এই কথা শোনার পর ছবিটা করার জন্য আগ্রহ বেড়ে যায়। আমার মতে, অনুরাগ ও আনন্দ একসঙ্গেÑ এটা একটা অভিনব ব্যাপার। অনুরাগ ভীষণ ইন্টারেস্টিং পরিচালক। তার নাম শুনেই ছবিটা করতে রাজি হয়ে যাই।’ তাপসীকে বেশির ভাগ সময়ই সাহসী নারী চরিত্রে দেখা গেছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে ধরনের চরিত্রের প্রস্তাব পাই, সেগুলো অনেকটা আমারই মতো।’ প্রেম আর বিয়ে নিয়ে জানতে চাওয়া হয় তাপসীর কাছে। প্রশ্ন করা হয়Ñ রণবীর কাপুরের প্রতি আপনার একটা ক্র্যাশ ছিল, এখনো আছে? এর জবাবে তাপসী বলেন, ‘একদমই তা নয়। একজন অভিনেতা হিসেবে রণবীরকে আমার দুদার্ন্ত লাগে। খুবই ইচ্ছা তার সঙ্গে কাজ করার। তবে ক্র্যাশ-ট্র্যাশ কিছু নেই। আমি কখনো কোনো অভিনেতাকে বিয়ে করতে চাই না। এটা আমার সিদ্ধান্ত।’